পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । ኃ( ፃ সিংহ ও মোগলাগোত্রজ কর, প্রত্যেকে ০ আনা ঘর রূপে গণ্য হওয়ায়, উত্তররাঢ়ীয় কায়স্থগশ সৰ্ব্ব সমেত ৭॥০ ঘর বলিয়া প্রসিদ্ধ। উক্ত ৭০ ঘরের মধ্যে পরস্পরের আদান প্রদান হইয়া থাকে। র্তাহীদের মধ্যে সৌকালীনগোত্রজ ঘোষ ও বাৎস্তগোত্রজ সিংহই কুলীন । অন্যান্ত সকলেই মৌলিক বলিয়া গণ্য। মৌলিকগণের মধ্যে প্রথমাগত ৩ ঘর সন্মৌলিক বলিয়া খ্যাত । হঁহাদিগের মধ্যে কেহ তিন পুরুষমধ্যে সদ্বংশে পুত্রের কুলক্রিয়া না করিলে কুলের খৰ্ব্বত হয় । * উত্তররাষ্ট্ৰীয় কায়স্থগণের কুল পুত্রগত । সেই জন্ত কুলীনগণের শাণ্ডিল্য ঘোষের কস্তাগ্রহণে পুত্রদোষ, কাশুপ দাসের কস্তাবিবাহে ধনক্ষয়, ভরদ্বাজ সিংহের কঙ্কাগ্রহণে কুলধ্বংস ও মোঁদগল্য করের কস্তায় মৰ্য্যাদার হানি হয়। * উপরোক্ত কয়েক শ্রেণীর কায়স্থ ব্যতীত উত্তররাঢ়ীয় সমাজে নিম্নশ্রেণীর আরও দুই এক ঘর কায়স্থ আছেন। উত্তর কালে রাজা বিনায়ক সিংহের বংশীয় ৬ জন ও সোম ঘোষের জ্যেষ্ঠ পুত্র অরবিনের বংশীয় ৬ জন উত্তররাঢ়ীয় গণের মধ্যে মুখ্যকুলীন বলিয়া গণ্য হন। ইহাকেই ষট কুল কহে। উত্তররাঢ়ীয় কুলীন কায়স্থগণের পরবর্তী কালে যে ছয়ট শ্রেণীবিভাগ হয়, তাহাকে ভাব বলে। এক্ষণে র্তাহারা ষোল আনা, পনর আনা, চৌদ্দ আনা, বার আনা, দশ অান এবং

  • ত্রৈপুরুষে নিরাবিল, ত্রৈপুরুষে ভঙ্গ ।

শিবজট{ মধ্যে যেন গঙ্গার তরঙ্গ ॥ ( উত্তর রাঢ়ীয় কুলপদ্ধতি। ) { শাণ্ডিলো হতনাশায় ধননাশায় কাষ্ঠপেতে । শুরস্কাজে সৰ্ব্বনাশায় করে শীল নিপাতিতে ॥