পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> V R মুর্শিদাবাদের ইতিহাস । চিহ্নাদিও দৃষ্ট হইয়া থাকে। চূণাখালি প্রভৃতির জঙ্গলে যে সমস্ত হিন্দু দেবদেবীর মূৰ্ত্তি দেখা গিয়াছে, তাহ প্রাচীনকালের মূৰ্ত্তি বলিয়াই অনুমান হয়। মুর্শিদাবাদের নাককাটতলায় একটা প্রাচীন বিষ্ণুমূৰ্ত্তি দৃষ্ট হইয়া থাকে। ফলত: পশ্চিম ও পুৰ্ব্ব মুর্শিদাবাদের স্থানে স্থানে মুসন্মান-আগমনের পূর্ব সময়ের অনেক চিহ্ন দৃষ্ট হয়।