পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায়। - حجي يلا كمصد পাঠান রাজত্বকাল । খৃষ্টীয় দ্বাদশ শতাব্দীর শেষভাগে সেনবংশের রাজত্বসময়ে বঙ্গের শুামল প্রাস্তরে মুসন্মানপতাকা উড্ডীন হয়। ঘোরী সুলতানগণের প্রতিনিধি কুতুবউদ্দীন যংকালে দিল্লীর সিংহাসনে উপবিষ্ট ছিলেন, সেই সময়ে তাহার সেনাপতি ইতিহাসপ্রসিদ্ধ বক্তিয়ার খিলিজী বাঙ্গলার তদানীন্তন অধীশ্বর বৃদ্ধ লক্ষ্মণসেনের হস্ত হইতে বঙ্গরাজ্য বিচ্ছিন্ন করিয়া লন। কিন্তু পূৰ্ব্ব বঙ্গের অনেক স্থান বহুদিবসাবধি সেনবংশের করায়ত্ত থাকে। সেনবংশের প্রাচীন রাজধানী লক্ষ্মণাবতী বা গৌড়ে দিল্লীর পাঠানপ্রতিনিধিগণ আপনাদিগের শাসনদণ্ড স্থাপন করিয়া বঙ্গদেশে মুসল্মাগ্রভূত্ববিস্তারের স্বচনা করিয়া তুলেন। খৃষ্টীয় চতুর্দশ শতাব্দীর মধ্যকাল হইতে গৌড়ের পাঠানপ্রতিনিধিগণ দিল্লীর অধীনতা অস্বীকার করিয়া আপনাদিগকে স্বাধীন নরপতি বলিয়া ঘোযণা করেন । তদবধি খৃষ্টীয় ষোড়শ শতাব্দীর শেষ ভাগ পৰ্য্যস্ত বঙ্গরাজ্য স্বাধীন পাঠান ভূপতিগণকর্তৃক শাসিত হইয়াছিল । খৃষ্টীয় ষোড়শ শতাব্দীর শেষ ভাগে মোগলকেশরী আকবর বাদসাহের রাজত্বকালে বঙ্গরাজ্য মোগলসাম্রাজ্যভুক্ত হয়। দ্বাদশ শতাব্দীর শেষ হইতে ষোড়শ গঠনপ্রভুত্ব ।