পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায়। । >や億 তাহীরই নামানুসারে গয়সীবাদনগর স্থাপিত হইয়াছিল । গৌড়ের সুলতানগণের মধ্যে হুইজন গয়স উদ্দীমের নাম দৃষ্ট হইয়া থাকে, এবং উক্ত দুই জনই ক্ষমতাশালী রাজা বলিয়া ইতিহাসে কীৰ্ত্তিত হইয়া থাকেন। প্রথম গয়স উদ্দীন খৃষ্টীয় ত্রয়োদশ শতাব্দীর প্রথমভাগে দিল্লীর প্রতিনিধিরূপে গৌড়ের সিংহাসনে উপবিষ্ট হইয়াছিলেন । তিনি বাহুবলে পুৰ্ব্বলঙ্গের অনেক স্থান জয় করেন । গয়স উদ্দীন দিল্লীর অধীনতাছেদনের চেষ্টা করিলে সমাট আলতমাসের পুত্র নাসির উদ্দীন গোঁড় অধিকার করিয়া বসেন, এবং গৌড়ের নিকট যুদ্ধে গয়স উদ্দীন নিহত হন। গয়স উদ্দীন গোঁড় হইতে এক দিকে দেবকোট ও অন্তদিকে বীরভূমের নগর পর্য্যস্ত রাজপথ নিৰ্ম্মাণ করাইয়া দেন। তাহাতে সাধারণের যাতায়াতের অত্যস্ত সুবিধা হইয়াছিল । দ্বিতীয় গয়স উদ্দীন খৃষ্টীয় চতুর্দশ শতাব্দীর মধ্যভাগে গৌড়ের সিংহাসনে উপবিষ্ট হন। তিনি গৌড়ের চতুর্থ স্বাধীন নরপতি। দ্বিতীয় গয়স উদ্দীন দ্যায়ের অত্যন্ত পক্ষপাতী ছিলেন বলিয়া গ্রসিদ্ধ। একদা এক বিধবার পুত্র তাহার তীরবিদ্ধ হওয়ায় তিনি শাস্তিস্বরূপে কাজীর নিকট হইতে বেত্ৰাঘাত লাভ করিয়াছিলেন। গয়স উদ্দীন মুসল্মান শাস্ত্রের অত্যন্ত সমাদর করিতেন । পারস্তের সুপ্রসিদ্ধ কবি হাফেজ তাহার সমসাময়িক, এবং তাহাদের উভয়ের মধ্যে বিশেষরূপ পরিচয় ছিল। এই দুই গয়স উদ্দীনের মধ্যে কাহার সময়ে গয়সাবাদ নিৰ্ম্মিত হইয়াছিল, তাহা স্থির করা যায় না। তবে তাহার প্রাচীনত্ব, ও অন্যান্ত কোন কোন বিষয়ের জন্ত প্রথম গয়স উদ্দীনের সময় তাহার নিৰ্ম্মাণ হইয়াছিল বলিয়া অনুমান হয়। তাহ হইলে খৃষ্টীর