পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯ ჯჯა মুর্শিদাবাদের ইতিহাস । ত্রয়োদশ শতাব্দীর প্রথম ভাগে গয়সাবাদ পুননিৰ্ম্মিত হইয়াছিল বণিয়া স্বীকার করা যাইতে পারে। তৎপূৰ্ব্বে তাহ প্রাচীন মহীপালনগরের একাংশরূপে বিদ্যমান ছিল। মহীপালনগরের ংসের পর গয়সাবাদ যে সে প্রদেশের একটা সমৃদ্ধিশালী নগর হইয়া উঠিয়াছিল, তাহার বর্তমান অবস্থা হইতেও সে বিষয়ের প্রতীতি হয়। বহুকাল পর্য্যস্ত গয়সাবাদ মুর্শিদাবাদের একটা প্রসিদ্ধ নগররূপে কীৰ্ত্তিত হইত। তাহার নিকটস্থ অনেকগুলি গ্রাম গয়সাবাদের সহিত উন্নতি লাভ করিয়াছিল। ভাগীরথীতীরস্থ হওয়ায় তথায় ব্যবসায় বাণিজ্যেরও যথেষ্টপ্রসার হইয়াছিল। গয়সাবাদ এক কালে এরূপ উন্নতি লাভ করিয়াছিল, ষে তথায় ও তাহার নিকটবৰ্ত্তী স্থানে ৭টা হাট * বা ক্রয় বিক্রয়ের স্থান স্থাপিত হয়। অদ্যাপি তাহার এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামরূপে অবস্থিতি করিতেছে। ফলতঃ পাঠানরাজত্বের প্রারম্ভ হইতে গয়সাবাদ যে মুর্শিদাবাদপ্রদেশের একটা প্রসিদ্ধ নগর বলিয়া পরিচিত ছিল, সে বিষয়ে সন্দেহ নাই। বর্তমান সময়ে তথায় একটা থানা স্থাপিত হইয়াছিল, এক্ষণে স্থানান্তরিত হইয়াছে।

  • छेड १ इitफ़ेब्र नाम रथ-नब्रtरैशt, cणt१iणशः, इकांब्रशंझे. ভাদুড়ীহাট, দস্তুরহাট, বাগানহাট, ও ছুইহাট। ইংরে। এক্ষণে গয়লাবাদের নিকটে ক্ষুদ্র ক্ষুত্র গ্রামরূপে অবস্থিতি করিতেছে। ভাদুড়ীহাট গয়সাবাদের সংলগ্ন বলিয়া তাহা গয়সাবাজের নামাস্তর হইয়া উঠিয়াছে । ৭ হাটে বেচা ও ररून जामारमञ्च ७कtी थबांमवाका । ठांशष्ठ अङाछ क्रमउॉब्र गत्रिकी পাওয়া যায়। যে নগরে ও তাছায় উপকণ্ঠে ৭টা হাট ছিল, সে স্থান যে প্রসিদ্ধ छेऊ थकांननांक श्रेष्ठ a ठांश दूश यां★। -