পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায় { >やぬ সৰ্ব্বাপেক্ষ প্রধান । ফতেসিংহ পশ্চিম মুর্শিদাবাদের একট স্বপ্রসিদ্ধ পরগণা, এবং পূর্ব মুর্শিদাবাদ পৰ্যন্ত বিস্তৃত, বৰ্দ্ধমান ও বীরভূমেও তাহার কতকাংশ বিদ্যমান আছে। পাঠানরাজত্বtরম্ভের পর হইতেই ফতেসিংহ ও তাহার নিকটস্থ অন্যান্ত পরগণার* অনেক সন্ত্রান্ত মুসন্মান বংশ বাস করেন। রাঢ়প্রদেশের জলবায়ু স্বাস্থ্যকর হওয়ায় তাহার। ঐ সকল স্থানা আপনাদের বাসোপযোগী বিবেচনা করিয়াছিলেন । এই সকল স্থান সম্রাস্ত মুসন্মানগণের বাসহেতু পরিশেষে সরীফাবাদ নামে প্রসিদ্ধ হইয়া উঠে, এবং আকবরের সময়ে ফতেসিংহ ও তাঁহার নিকটস্থ আরও অনেকগুলি পরগণা লইয়া সরকার সরীফাবাদের স্বষ্টি হয়। কিন্তু কোন সময় হইতে ফতেসিংহ নামের উৎপত্তি হইয়াছে, তাহ স্থির করিয়া বলা যায় না । এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত প্রচলিত আছে। স্থানীয় প্রবাদানুসারে ফতেসিংহ নামে হাড়ী রাজা হইতে উক্ত পরগণার নামকরণ হইয়াছে। বীরভূমপ্রদেশের জনশ্রুতি অনুসারে বীরসিংহ ও ফতেসিংহ নামে দুই ভ্রাতা পশ্চিমপ্রদেশ হইতে এতদঞ্চলে আসিয়া রাজ্যস্থাপন করেন, পরে তাহা তাহীদের নামানুসারে বীরভূমি ও ফতেসিংহ আখ্য ধারণ করে। ব্লকম্যান সাহেব তাহার বাঙ্গলার ভৌগলিক বিবরণে অনুমান করেন যে, বাঙ্গলার পাঠানাধিপতি ফতেসাহ ও বার্কাকসাহ হইতে ফতেসিংহ ও বাৰ্ব্বাকসিংহ দুই সন্নিহিত পরগণার নামকরণ হইয়াছে। এই শেষোক্ত মতের কিছু ঐতিহাসিক সত্য আছে

  • अकबब बांप्रमांtश्ञ ननग्न इहेrउहे औठिगङ गन्नभमाशe इछ, उtष তৎপর্কে কতক কতক প্রদেশবিভাগও ছিল।

२९