পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ン"・ মুর্শিদাবাদের ইতিহাস । বলিয়া বোধ হয় । * ফতেসহি ১৪৮২ খৃষ্টীক হইতে ১৪৯০ খৃষ্টাব্দ পর্যান্ত গৌড়ে রাজত্ব করিয়াছিলেন। তাহ হইলে খৃষ্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষভাগ হইতে ফতেসিংহ নামের উৎপত্তি হইয়াছে বলিয়া অনুমান করা যাইতে পারে । কিন্তু তাহার বহুপূৰ্ব্ব হইতে তথায় ও তাহার নিকটস্থ স্থানসমূহে সন্ধান্ত মুসল্মানগণ আসিয়া বাস করিয়াছিলেন। পাঠানরাজত্বকাল হইতে আরম্ভ করিয়া মোগলরাজত্বসময় পৰ্য্যস্ত অনেক সন্ত্রাস্তু সুসন্মান বংশ ফতেসিংহে আসিয়া বাস করেন। আরব, আজম, আফগানিস্থান, তুর্কস্থান প্রভৃতি দেশ ও প্রদেশ হইতে সাদাৎ, গেযুথ সিদ্দিকি, কারুকি, জিররি, আব্বামি, আজমি, মোগল ও আফগান প্রভৃতি সম্রাস্তবংশীয় মুসন্মানগণ এখানে আপনাদিগের আবাসস্থান স্থাপন করিয়াছিলেন । ইহাদের মধ্যে প্রথম সাদাৎ, দ্বিতীয় খোন্দকার ও সেয়ুখ সিদিকি এবং তৃতীয় খোন্দকারান সেয়ুখ আব্বাসি। এই তিন বংশ বহুকাল হইতে সৰ্ব্বশ্রেষ্ঠ বলিয়া পরিগণিত হইয়া আসিতেছেন। উক্ত তিন ংশের মধ্যে খোন্দকারান আবাসি মৰ্য্যাদায় কথঞ্চিৎ হীন হওয়ায়, ঐ তিন বংশ ফতেসিংহে আড়াই ঘর বলিয়া প্রসিদ্ধ, এবং তাহাদের মধ্যেই সচরাচর পরস্পরের আদান-প্রদান হইয়া থাকে { ফতেসিংহের যেরূপ অনেক স্থানে উত্তররাঢ়ীয় কায়স্থগণের প্রাধান্য আছে, সেইরূপ ইহার বহুস্থলে মুসন্মানগণেরও প্রভুত্ব

  • ফতেসিংহ ও বীর্যাকসিংহ মুসলমান ও হিঙ্গু নামের মিশ্রণে উৎপন্ন । এরূপ দৃষ্টান্তের অভাব নাই। জাহাঙ্গীরনগর, আলিনগর, ফতেপুর প্রভৃতি নাম হইতেও ঐক্গ মিশ্রণের পরিচয় গাওয়া যায় ।