পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ १२ মুর্শিদাবাদের ইতিহাস । গুড়ম্বরের একটা প্রসিদ্ধ পরগণার স্বষ্টি হইয়াছিল। অষ্টাদশ শতাব্দীর বাঙ্গলার রাজধানী মুর্শিদাবাদ এই চুণাখালি পরগণায় অবস্থিত। চুণাখালিতে মসনদ আউলিয়া নামে এক ফকীরের সমাধি আছে, তাহার নিকটে একখানি প্রস্তরখণ্ডে আবুল মজঃফর ফেরোজ মুলতানের নামোল্লেখ দেখা যায়। ফেরোজসাহ হিজরী ৮৯৬ অব্দে বা ১৪৯০ খৃষ্টাব্দের শেষ ভাগে গৌড়ের সিংহাসনে উপবিষ্ট হন। খৃষ্টীর অষ্টাদশ শতাব্দীতে চুণাখালি যার পর নাই উন্নতি লাভ করে। রাজধানী মুর্শিদাবাদের নিকটস্থ হওয়ায় এখানে বহুপ্রকার দ্রব্যের ক্রয় বিক্রয় হইত, এবং তজ্জষ্ঠ চুণাখালি হইতে অনেক টাকার শুষ্ক আদায়ের উল্লেখ দৃষ্ট হইয়া থাকে। চুণাথালি পুৰ্ব্বে এক প্রকার কাগজের জন্ত প্রসিদ্ধ ছিল। এক্ষণে ইহার চতুর্দিক আমবাগানে পরিপূর্ণ। মুর্শিদাবাদের আম্ৰ সৰ্ব্বত্রই আদৃত হইয়া থাকে, চুণাখালি তাহার অধিকাংশেরই উৎপত্তিস্থান । - পাঠানরাজত্বকালের যে সমস্ত চিহ্ন মুর্শিদাবাদে দেখিতে পাওয়া যায়, ‘তাঁহাদের মধ্যে হোলেন সাহার সময়ের কোন কোন নিদর্শন অদ্যাপি সুস্পষ্টরূপে বিদ্যমান আছে । খৃষ্টীর পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে হোসেন সাহ গৌড়ের সিংহাসনে উপবিষ্ট হন। বাঙ্গলার মুদুর পূর্ব প্রান্তে কামরূপ ও ত্রিপুরা প্রভৃতি রাজ্যে যাহার বিজয়বৈজয়ন্তী উড়ন্তীন হইয়াছিল, গৌড়ের ধ্বংসাবশেষ মধ্যে যাহার নামাঙ্কিত কীৰ্ত্তিস্তম্ভ ভগ্নাবস্থায়ও গৌরব ঘোষণা করিতেছে, যাহার রাজত্বকালে প্রেমাবতীর চৈতন্তদেব আবিভূত হইয়া বঙ্গদেশে বৈষ্ণবধর্মের গ্রাধান্ত বিস্তার করিয়াছিলেন, এলং যাহার শাসনসময়ে বাঙ্গাল মুর্শিদাবাদে (२t[मन मlश्] ।