পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

वि७ौश्न छा५][श । ১৭৩ সাহিত্য ঐসম্পন্ন হইয়াছিল, সেই হোসেন সাহার রাজত্বকাল বাঙ্গালীর ইতিহাসের যে একটী স্মরণীয় অধ্যায়, তাহ অবস্থাই স্বীকার করিতে হইবে। মুর্শিদাবাদের পক্ষে ইহা গৌরবের কথা যে, সেই ইতিহাসবিখ্যাত হোসেন সাহার সহিত তাহার অনেক স্থতি বিজড়িত রহিয়াছে। মুর্শিদাবাদের সহিত র্তাহার জীবনের ৰে সমস্ত ঘনিষ্ট সম্বন্ধ ছিল, আমরা ক্রমে ক্রমে তাহা দেখাইতে চেষ্টা করিতেছি । হোসেন সাহা স্বপ্রসিদ্ধ সৈয়দবংশে জন্মগ্রহণ করেন। সৈয়দগণ মক্কার অধিবাসী ও মহম্মদ হইতে আপনাদের উদ্ভব বলিয়া প্রচার করিয়া থাকেন। হোসেনের পূৰ্ব্বপুরুষগণ* মক্কার সন্ত্রাস্তবংশীয় হওয়ায় সিরিকী মন্ধী উপাধিতে ভূষিত ছিলেন। অবস্থা হীন হওয়ায় হোসেনের পিতা সৈয়দ আসরফ ত্রিমিজনগর হইতে দুই পুত্র হোসেন ও ইসুফের সহিত বঙ্গদেশে উপস্থিত হন, এবং রাঢ়প্রদেশের অন্তর্গত চাদপাড়ায় বাস করেন। । উক্ত চাদপাড়া মুর্শিদাবাদের জঙ্গীপুর উপবিভাগের অন্তর্গত ও সাগরদীৰী রেলওয়ে ষ্টেশন হইতে প্রায় এক জানা টাপাড়া । কেহ কেহ অনুমান করেন যে, হোসেনের পিতারই সরিষ্টী মন্ত্ৰী’ উপাধি श्णि(Stowart P. 71) । किङ्ग छोश्। थकूऊ नाइ । cनtषङ्ग ौशैव्र यत्तङ्गक्नएक অlসরফের উক্ত উপাধির কোন উল্লেখ যাই । রিয়াজুস সালাতিন ও ইয়ার্টে চাপড়ার স্বলে চাপুর লিখিত আছে, রিয়াজে চাদপুরকে রাঢ়প্রদেশের অন্তর্গত বলিয়াই উল্লেখ করা হইয়াছে। উহার বওঁমান নাম টাদপাড়া। পূৰ্ব্বে কখনও তাহার চাদপুর নাম ছিল কি না বলা যায় না । সেখের দীর্ঘীর সৈয়দ বংশীয়গণ চাদপাড়াতেই হোসেন সাহার প্রথম ধা ংণি বলিয়া প্রকাশ করিয়া থাকেন। --