পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

እ ሳ8 মুর্শিদাবাদের ইতিহাস । ৪ ক্রোশ উত্তরপূৰ্ব্বে অবস্থিত। কিছু কাল পরে আসরফ ও ইম্ফ বিহারে গমন করিলে হোসেন একাকী চাদপাড়ায় অবস্থান করিতে বাধ্য হন । কিন্তু ক্রমে র্তাহার অবস্থা এরূপ শোচনীয় হইয়া উঠে যে, সামান্ত চাকরী গ্ৰহণ না করিলে তাহার জীবনযাত্রা নিৰ্ব্বাহ করা কঠিন হইয়া পড়ে। সেই সময়ে চাদপাড়ায় স্ববুদ্ধিরায় নামে* এক সন্ত্রাস্ত ব্রাহ্মণ বাস করিতেন। হোসেন তাহার অধীনে একটী সামান্ত কাৰ্য্যে নিযুক্ত হন । । ঐ সময়ে চাদপাড়া অঞ্চলের

  • স্ববুদ্ধি রায়কে চাদপাড়া অঞ্চলের লোকের চাদ রায় বলির অভিহিত করে । কিন্তু চৈতন্তচরিতামৃতেও ভক্তিরত্নাকর গ্রন্থে তিনি সুবুদ্ধি রায় নাথেই উল্লিখিত হইয়াছেন ।

f সাধারণ লোকে বলিয়া থাকে যে, হোসেন হবুদ্ধি রায়ের গোচারণে নিযুক্ত হইয়াছিলেন, কিন্তু তাহ প্রকৃত নহে । চৈতন্যচরিতামৃত হইতে জানা বায় যে, তিনি স্ববুদ্ধিরায়ের অধীনে কোন সামান্ত চাকরী করিতেন, ও রায় তাহাকে দীঘী খনন করাইতে নিযুক্ত করিয়াছিলেন। ফলতঃ তিনি বে একটা সামান্ত চাকরী ৰুরিতেন, সে বিষয়ে সন্দেহ নাই । Stewart লিখিয়াছেন যে, “It is however certain, that, on his first arrival in Bengal, he was for sometime in a very humble situation.” p. 71. Rossin &fexifoil স্ববুদ্ধি রায়ের অধীনে হোসেনের চাকরী করার কথা আদৌ উল্লেখ ফরেন নাই । চৈতন্যচরিতামৃত গ্রন্থে উহা স্পষ্টাক্ষরে লিখিত আছে, এবং চাদপাড়ার লোকেরাও অদ্যপি তাঁহাই বলির থাকে। চরিতামৃত ১৫৭২ হইতে ১৫৮২ খৃষ্টাৰোঁ লিখিত হয়। চরিতামৃতের গ্রন্থকার কৃষ্ণদাস কবিরাজ ৮৪ বৎসর বয়সে গ্রন্থ শেষ করেন। ১৪৯৬ খৃষ্টাব্দে তাহার জন্ম হয়। অতএব তিনি ষে হোসেন সাহার সমসাময়িক, সে বিষয়ে সন্দেহ নাই। হোসেন সাহা ১৪৮৯ হইতে ১৫২ খৃষ্টাৰ পর্যন্ত রাজত্ব করিয়ছিলেন। চরিতামৃতের কথা অবিশ্বাস করার বেপিং কারণ দেখা যায় লা।