পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sour মুর্শিদাবাদের ইতিহাস । ইহাতে সুবুদ্ধিরায় মৰ্ম্মাহত হইয়া আপনার সমস্ত বিষয়সম্পত্তি পরিত্যাগ পূৰ্ব্বক বারাণসীধামে প্রস্থান করেন। তথায় পণ্ডিতগণ তপ্ত ঘৃত পান করিয়া প্রাণপরিত্যাগের ব্যবস্থা প্রদান করিলে, মুবুদ্ধিরায় আন্দোলিতচিত্তে তথায় কিছুদিন অবস্থিতি করিতে বাধ্য হন। সেই সময়ে চৈতন্যদেব কাশীতে উপস্থিত হইলে, সুবুদ্ধিরায় তাহার আশ্রয় গ্রহণ করিয়া, আপনার সমস্ত বৃত্তান্ত র্তাহার নিকট নিবেদন করেন। মহাপ্ৰভু তাহাকে বৃন্দাবনে গিয়া নিরস্তর কৃষ্ণনাম করিতে উপদেশ দেন। স্ববুদ্ধিরায় নানা তীর্থ পৰ্য্যটন করিয়া অবশেষে মথুরায় উপস্থিত হন, এবং তথায় দীনবেশে জীবনযাত্রা নিৰ্ব্বাহ করিতে থাকেন । তথায় রূপগোস্বামীর সহিত তাহার মিলন ঘটিয়াছিল । * সুবুদ্ধিরায়ের শেষ জীবন ঈশ্বরোপসনায় স্ত্রী মারিতে চাহে রাজা সঙ্কটে পড়িল, করোয়ার পানী তার মুখে দেয়াইলা ।” চৈতন্যচরিতামৃত। মধ্য, ২৫ ।

  • “তবে মুবুদ্ধিরায় সেই ছদ্ম পাঞ,

বারাণসী আইলা সব বিষয় ছাড়িয়া । প্রায়শ্চিত্ত পুছিল তিহু পণ্ডিতের স্থানে, তার কহে তপ্ত ঘৃত খাএল ছাড় প্রাণে । কেহ কহে এই নহে অল্প দোষ হয়, শুনিয়া রহিল। রায় করিয়া সংশয় । তবে যদি মহাপ্রভু বারাণসী আইলা, র্তারে মিলি রায় আপন বৃত্তান্ত কহিল। প্রভু কহে ইহা হৈতে যাহ বৃন্দাবন, নিরন্তর কর কৃষ্ণনাম সংকীৰ্ত্তন।