পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(ဇ္ဈိမ့္မည္ဆိုႏိုင္ငံႏို à 數 چاد *. Soli 密、 মুর্শিদাবাদের ইতিহাস তথ্য Eso اسسسسمسحه وهم جيمس المهتعسسسسسسس. অবতারণিকা


0.سسس--

মুর্শিদাবাদ বাঙ্গল, বিহার, উড়িষ্যার শেষ মুসন্মান-রাজধানী। খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভে প্রশান্তসলিলা ভাগীরথীর তীরবর্তী শস্তহামল মথন্থাবাদগগনস্পর্শিনীসৌধমালায় “ বিভূষিত হইয়া বাঙ্গলার রাজধানী মুর্শিদাবাদে পরিণত হয়। অৰ্দ্ধ শতাব্দীর কিছু অধিক কালমাত্র মুর্শিদাবাদ রাজলক্ষ্মীর প্রসাদভাজন হইয়াছিল, কিন্তু এই অত্যর কাল মধ্যে ইহার গৌরব যেরূপ বিশ্বব্যাপী হইয় উঠে, শতাব্দীর পর শতাব্দী ব্যাপিয়া প্রাধান্ত লাভ করিয়াও অনেক স্থান সেরূপ গৌরবান্বিত হইতে পারে নাই। মুর্শিদাবাদের নবশক্তিসঞ্চারে দিল্লীর মোগলরাজশক্তি সঙ্কুচিত হইয় পড়ে, বিজয়িনী মহারাষ্ট্রীয় শক্তি তাহার সংঘর্ষণে প্রত্যাহত হইয়া দূর দূরাস্তরে বিক্ষিপ্ত হইয়া যায়, এবং ভারতাগত ইউরোপীয় শক্তিপুঞ্জ সেই শক্তির প্রভাবে পুনঃপুনঃ বিচলিত হইয় উঠে। দুঃখের বিষয়, অল্পকাল পরেই সেই নবশক্তি চিরদিনের জম্ভ নিস্তেজ হইয়া পড়ে, বিশ্বব্যাপিনী ব্রিটিশ মহাশক্তি তাহাকে একেবারে অভিভূত করিয়া ফেলে। মুর্শিদাবাদের যে গৌরব একদিন . Y ریا۔ 5۔۔۔ べく இது,