পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'సి'8 মুর্শিদাবাদের ইতিহাস। বিবরণ প্রদান করিয়া,ৰ্তাহারও তাহার শাখা প্রশাখার দ্বারা কিরূপে মুর্শিদাবাদে বৈষ্ণবধৰ্ম্মের মাহাত্ম্য বিস্তৃত হয়, তাহারই উল্লেখ করিতেছি । নদীয়া জেলার অন্তর্গত চাকনদী গ্রামে ব্রাহ্মণবংশে শ্ৰীনিবাসের জন্ম হয়। র্তাহার জন্মকালে মহাপ্রভূর তিরোধান ঘটে। খ্ৰীনিবাস স্বগ্রামে ধনঞ্জয় বিদ্যাবাচস্পতির নিকট কিছু দিন শাস্ত্রাদি অধ্যয়ন করিয়া কাটােয়ার নিকটস্থ মাতুলালয় যাজিগ্রামে গিয়া বাস করেন, পরে তথা হইতে ভক্তিশাস্ত্রের জ্ঞানলাভের জন্য বৃন্দাবনে গমন করিতে বাধ্য হন। তথায় গোপালভট্ট ও জীব গোস্বামীর সহিত সাক্ষাতের পর গোপালভট্টের নিকট দীক্ষিত হইয়া ভক্তিশাস্ত্রাদি অধ্যয়ন ও আলোচনা এবং আচাৰ্য্য পদবী লাভ করেন। বৃন্দাবনে কায়স্থ-বংশোদ্ভব ভক্তপ্রবর নরোত্তম ঠাকুর ও সদৃগোপ-বংশীয় শুামানন্দের সহিত মিলিত হইয়া ভক্তিশাস্ত্র লইয়া তিন জনে গৌড়দেশে পুনঃ প্রত্যাগত হন। তাহারা বিষ্ণুপুরে উপস্থিত হইলে সে স্থানের তদানীন্তন অধীশ্বর রাজা বীর হান্ধীর কর্তৃক ভক্তিগ্রন্থসমূহ অপহৃত হয়। পরে খ্ৰীনিবাসের পরিচয় পাইয় রাজা উক্ত গ্রন্থ প্রত্যপর্ণ পূৰ্ব্বক তাহার শিষ্যত্ব স্বীকার করেন। শ্ৰীনিবাস তথা হইতে পুনৰ্ব্বার যাজিগ্রামে আগমন করিয়া বঙ্গদেশে বৈষ্ণবধৰ্ম্ম প্রচারে প্রবৃত্ত হন, নরোত্তম ও শুীমানন্দ তাহার সহিত প্রচারে যোগদান করিয়াছিলেন। শ্ৰীনিবাসের সময় অর্থাৎ খৃষ্টীয় ষোড়শ শতাবীর শেষ ভাগ হইতে মুর্শিদাবাদে বিশেষরূপে বৈষ্ণবধর্মের প্রচার আরম্ভ হয় । রাজসাহী জেলার প্রসিদ্ধ খেতরী নামক স্থানে তৎকালে বৈষ্ণবগণের মহোৎসবের অবতারণা হয় । অদ্যাবধি তথায় এক