পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సి'ు মুর্শিদাবাদের ইতিহাস । ও শ্ৰীদাসও আচার্য্যের নিকট দীক্ষিত হন । নানাস্থান হইতে বৈষ্ণব ভক্তগণ আগমন করিয়া সেই মহোৎসবে যোগদান করিয়াছিলেন। ভক্তির মাহাত্ম্য প্রচারে ও হরিনাম সংকীৰ্ত্তনে কাঞ্চনগড়িয়ার চতুর্দিকে এক মহানন্দের তরঙ্গ উখিত হইয়াছিল। কাঞ্চনগড়িয়ায় সমাগত জনবৃন্দ সেই মহোৎসবের কথা চতুর্দিকে ঘোষণা করিলে, মুর্শিদাবাদবাসিগণ ক্রমে শ্ৰীনিবাসীচার্য্যের অত্যন্ত অনুরক্ত হইয়া উঠে। * কাঞ্চনগড়িয়া অদ্যপি হরিদাসাচার্য্যের স্থান বলিয়া বৈষ্ণবসমাজে আদৃত হইয়া থাকে। কাঞ্চনগড়িয়ার উৎসবের পর তেলিয়াবুধুরিতে শ্ৰীনিবাসাচাৰ্য্য উৎসবে মত্ত হন । শ্ৰীনিবাসাচাৰ্য্য বৃন্দাৰন হইতে গৌড়দেশে প্রত্যাগত হইলে কুমারনগরনিবাসী বৈদ্যকুলোদ্ভব সুচিকিৎসক রামচন্দ্র কবিরাজ র্তাহার নিকট দীক্ষিত হন। রামচন্দ্র চৈতন্তসহচর, পরমভাগবত চিরঞ্জীব সেনের পুত্র। রামচন্দ্রের কনিষ্ঠ গোবিন্দ কবিরাজ তেলিয়াবুঘুরিতে বাস করিতেন। ইহার কুমারনগর অপেক্ষ তেলিয়াবুখুরিকে আপনাদিগের বাসের উপযোগী বিবেচনা করায় তথায় গিয়া বাসস্থান স্থাপন করেন । {

  • “মহামহোৎসৰ কথাসৰ্ব্বত্র ব্যাপিল।”

ভক্তিরত্নাকর ১০ম তরঙ্গ । * প্রেম বিলাসে লিখিত আছে যে, রামচন্ত্রের জন্মস্থানই তেলিয়াৰুখুরি। "রামচন্দ্র নাম মোর অম্বষ্ঠ কুলে জন্ম 寧 寧 事 寧 尊 তেলিয়াবুখুরি গ্রামে জন্মস্থান হয়।” প্রেমবিলাস, ১০ ৰি।