পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায়। ➢ $ማ রামচন্দ্র স্বীয় গুরুদেৰ আচাৰ্য্যপ্রভুর সহিত কাঞ্চনগড়িয়ার উৎসবে উপস্থিত ছিলেন। এক্ষণে নিজ গ্রাম উৎসবে আনন্দময় করিবার জন্ত প্রভুকে লইয়া বুধুরিতে উপস্থিত হন ; আচার্য্যের আগমনের জন্য বুধুরির ঘরে ঘরে নানারূপ মাঙ্গলিক আয়োজন হইয়াছিল, সমস্ত গ্রাম আনন্দে পরিপূর্ণ হইয়া উঠে। আচাৰ্য্য তথায় উপস্থিত হইয়া গোবিন্দকে দীক্ষা প্রদান করেন। গোবিন্দ পূৰ্ব্বে শক্তি-উপাসক ছিলেন, কিন্তু তিনি পরিশেষে আচার্য্যের নিকট বৈঞ্চব-মন্ত্রে দীক্ষিত হন। ঐ সময়ে বুধুরির নিকটস্থ বাহাদুরপুরের বংশীদাস চক্রবর্তীও আচার্য্যের নিকট দীক্ষিত হইয়াছিলেন। বুধুরির মহোৎসবে মত্ত হইয়া এবং বৈষ্ণবধৰ্ম্মের মাহাত্ম্য বিস্তার করিয়া আচাৰ্য্যপ্রভু পরিশেষে তথা হইত খেতরীর মহোৎসবে উপস্থিত হন । ইহার পর কাঞ্চনগড়িয়া ও বুধুরি প্রভৃতি স্থানে আরও দুই একবার মহোৎসব ও সংকীৰ্ত্ত কিন্তু ভক্তিরত্নাকরে লিখিত আছে যে, তাহার কুমায়নগর হইতে বুধুরি গিয়া বাস করেন।— “শীঘ্র এই বাসাদিক পরিত্যাগ করি । নিবির্বঘ্নে অন্তর বাস হয় সৰ্ব্বোপরি ॥ তাহে এই গঙ্গা পদ্মাবতী মধ্যস্থান । পুণ্যক্ষেত্র তেলিয়াবিধুরী নামে গ্রাম ॥ অতিগওগ্রাম শিষ্ট লোকের বসতি । যদি মনে হয় তবে উপযুক্ত স্থিতি " ভক্তিরত্নাকর ৯ম তরঙ্গ । আমর ভক্তিরত্নাকরের কথাই গ্রহণ করিলাম। কর্ণানলেও কুমারনগর রামচক্সের নিবাস বলিয়া উল্লিখিত হইয়াছে।