পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায়। డి హిసి জ্যেষ্ঠপুত্র কৃষ্ণপ্ৰসাদের পুত্রদ্বয়ের মধ্যে জ্যেষ্ঠ জগদানন্দ মুর্শিদাবাদের মালিহাটতে ও কনিষ্ঠ মধুসূদন নবগ্রামে বাস করেন। মালিহাটী কাদী ও নবগ্রাম লালবাগ উপবিভাগের অন্তর্গত তত্ত্বংশীয়গণ মুর্শিদাবাদের অন্তান্ত স্থানেও বাস করিয়াছেন। সুবিখ্যাত রাধামোহন ঠাকুর জগদাননের জ্যেষ্ঠ পুত্র। আচাৰ্য্যপ্রভুর পর র্তাহার বংশে রাধামোহন ঠাকুরের ম্ভায় আর কোন মহাপুরুষের আবির্ভাব হয় নাই। রাধামোহনের পাণ্ডিত্য, ভক্তি ও তেজস্বিত অস্থাপি মুর্শিদাবাদে প্রবাদবাক্যের স্তায় প্রচলিত আছে। যথাস্থানে রাধামোহনের বিবরণ প্রদত্ত হইবে। আচাৰ্য্য-প্রভুর বংশে সপার্ষদ চৈতন্যদেবের একখানি তৈল-চিত্রের পূজা হইত। এইরূপ প্রবাদ প্রচলিত আছে যে, আচাৰ্য্য-প্ৰভু মহাপ্রভুর সমসাময়িক কোন ভক্ত বৈষ্ণবচিত্রকরের দ্বারা উক্ত চিত্র অঙ্কিত করাইয়াছিলেন, এবং মহাপ্রভুর সমসাময়িক ভক্তমণ্ডলী ঐ চিত্রে মহাপ্রভুর আকৃতির বিশেষরূপ সাদৃশু আছে বলিয়া ব্যক্ত করেন। রাধামোহন ঠাকুর তাহার প্রিয় শিষ্য মহারাজা নন্দকুমারকে সেই চিত্র প্রদান করিয়াছিলেন ; সেই জন্ত নন্দকুমারের দৌহিত্র-বংশীয় সৈয়দাবাদ-কুঞ্জঘাটার রাজবংশীয়ের অস্থাপি শ্রদ্ধাসহকারে সেই চিত্রের পূজা করিয়া থাকেন। চিত্র এরূপ স্বাররূপে অঙ্কিত যে, দেখিলেই মন প্রফুল্ল হইয় উঠে। বহুবর্ষ পূর্বের অঙ্কিত সেই চিত্র এক্ষণেও সপ্তচিত্রিত বলিয়া বোধ হয়। আমরা তাহার প্রতিলিপি প্রদান করিলাম। শ্ৰীনিবাসের স্ববংশীয় ব্যতীত তাহার শিষ্যপ্রশিষ্যগণের মধ্যে অনেকে মুর্শিদাবাদের বোরাকুলী, ফরিদপুর, গোয়াস, সোনারুদ্ধিপ্রভৃতি। গ্রামে বাম কৃরিতেন। এক্ষণেওঁ তাহঁাদের কাহারও কাহারও