পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

<о е মুর্শিদাবাদের ইতিহাস । বংশীয়গণ সেই সেই স্থানে বাস করিয়া বৈষ্ণবসমাজে আবৃত্ত হইয়া আসিতেছেন। শ্ৰীনিবাসের প্রিয় শিষ্য রামচন্দ্র কবিরাজ হরিরামাচাৰ্য্যকে দীক্ষা প্রদান করেন। এই হরিরামাচাৰ্য্য শ্ৰীকৃষ্ণরায় বিগ্রহের সেবকরূপে সৈয়দাবাদে বাস করিতেন। র্তাহার কনিষ্ঠ রামকৃষ্ণ আচাৰ্য্য শ্ৰীনিবাসের প্রিয় সহচর নরোভমের শিষ্যত্ব স্বীকার করেন এবং সৈয়দাবাদে শ্ৰীমোহনরায় বিগ্রহের সেবায় নিযুক্ত হন।* অদ্যাপি হরিরামের ও রামকৃষ্ণের বংশধরগণ সৈয়দাবাদে বাস করিয়া কৃষ্ণরায় ও মোহনরায়ের সেবা করিয়া আসিতেছেন। বৈষ্ণব-সমাজে ইহঁাদেরও যথেষ্ট সম্মান আছে। হরিরামের এক ধারা মুর্শিদাবাদের ইসলামপুর গ্রামেও বাস করিতেছেন। এইরূপে শ্ৰীনিবাসাচার্য্যের শাখা প্রশাখাবলী মুর্শিদাবাদের ভিন্ন ভিন্ন স্থানে বাস করিয়া তথায় বৈষ্ণবধৰ্ম্মকে অক্ষুঃ করিয়া রাখিয়াছেন। বৈষ্ণব ধৰ্ম্মের প্রচারের সঙ্গে সঙ্গে অনেক মহাত্মা সংস্কৃত ও বাঙ্গালায় গ্রন্থাদি ও সুললিত পদাবলী রচনা করিয়া বৈষ্ণব বৈষ্ণৰ গ্ৰন্থকার রামচন্দ্র সাহিত্যের পুষ্টিসাধন করিয়াছিলেন। সেই ও গেৰিন কবিরাজ । জল্প অদ্যপি তাহারা বঙ্গদেশে অমর হইয়া আছেন। সেই সমস্ত গ্রন্থকার ও পদকর্তৃগণের মধ্যে র্যাহাদের

  • জয় জয় শ্রীহরিরাম আচাৰ্য্যবৰ্য্য, আশ্চৰ্য্যচরিত-চিতহারী चैवैौकुरु ब्रांग्र यजङ्गौरान, छ१ब कि नब्रइग्नि भहिम छ?ांब्र । छम्न छग्न ब्रांमकूरु जांकोई श्रीौञ्च भशंलग्न श्थग ऎझांब्र শ্ৰীমন্মোহনরায় হবিগ্রহসেব সতত নিযুক্ত প্রধান ॥

ভক্তিরত্নাকর ১৫শ ভয়ঙ্গ ।