পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ष्ट्रिजैौङ्ग অধ্যায় । ૨૭ છે লহিত মুর্শিদাবাদের বিশেষরূপ সম্বন্ধ আছে, আমরা যথাযথরূপে তাহাদের বিবরণ প্রদান করিতেছি । ঐ সকল মহাত্মাগণের মধ্যে সৰ্ব্বপ্রথমে রামচন্দ্র ও গোবিন্দ কবিরাজ ভ্রাতৃদ্বয়ের নাম উল্লেখযোগ্য। রামচন্দ্র ও গোৰিদ কবিরাজের প্রসঙ্গ পূৰ্ব্বে উল্লিখিত হইলেও এস্থলে তাহদের একটু বিশেষরূপ পরিচয় প্রদত্ত হইতেছে । রামচন্দ্র ও গোবিনা কবিরাজ চৈতন্তসহচর ভক্তপ্রবর বৈদ্যকুলোদ্ভব চিরঞ্জীব সেনের পুত্র ও শ্ৰীখণ্ডের প্রসিদ্ধ নৈয়ায়িক ও কবি দামোদরের দৌহিত্র । চিরঞ্জীব সেন ঐখণ্ডের নরহরি সরকারের শিষ্য। কুমারনগরে তাহার পূর্বনিবাস ছিল, কিন্তু তিনি দামোদরের কন্যা সুনন্দশকে বিবাহ করিয়া উীখণ্ডে আসিয়া বাস করেন । উত্তর কালে তাহার পুত্রদ্ধয় কুমারনগরে পৈতৃক বাসস্থানে প্রত্যাবৃত্ত হন ও পরিশেষে তথা হইতে মুর্শিদাবাদের তেলিয়া বুখুরিতে বাসস্থান স্থাপন করেন, এবং উভয় ভ্রাতাই শ্ৰীনিবাসাচাৰ্য্যের নিকট দীক্ষিত হন। রামচন্দ্রের কবিত্বের জন্য বৃন্দাবনস্থ গোস্বামী ও বৈষ্ণব ভক্তগণ তাহাকে কবিরাজ উপাধিতে ভূষিত করিয়াছিলেন। তিনি সংস্কৃত ও বাঙ্গল উভয় ভাষায় রচিত কবিতার জন্ত প্রসিদ্ধ । ৰাঙ্গল কবিতার মধ্যে পদকরলতিকায় তাহার কোন কোৰ 嶺 “बुकाबप्न बैङ cश्रावांबौ यानि बङ, সবে রামচন্ত্রে প্রশংসয়ে অবিরত ॥ শুনি রামচঞ্জের কবিত্ত্ব চমৎকার । কবিরাজ খ্যাতি হৈল সম্মত সরার ॥* (छख्ब्रिड्रांकब *ब छब्रथ } 학