পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇe R মুর্শিদাবাদের ইতিহাস । পদের উল্লেখ দেখা যায়, কিন্তু তাহার কোন প্রসিদ্ধ গ্রন্থ দেখিতে পাওয়া যায় না। স্মরণ দর্পণ নামক র্তাহার গ্রন্থ তাদৃশ উল্লেখযোগ্য নহে। এইরূপ শ্রত হওয়া যায় যে, বঙ্গজয় নামে তাহার এক খানি সুবৃহৎ ঐতিহাসিক পদ্যগ্রন্থ আছে । তাহাতে মহাপ্রভুর পূর্ববঙ্গভ্রমণসম্বন্ধে অনেক বিবরণ প্রকটিত হইয়াছে। যাহা হউক রামচন্দ্ৰ কৰিরাজ যে সংস্কৃত ও বাঙ্গলা উভয় ভাষায় লিখিত কবিতার জন্ত প্রসিদ্ধ ছিলেন, তাহ অনেক বৈষ্ণব গ্রন্থ হইতে অবগত হওয়া যায়। রামচন্দ্র অপেক্ষ তৎকনিষ্ঠ গোবিন্দ কবিরাজ নিজ পদরচনার জন্য বৈষ্ণবসমাজে অধিকতর প্রসিদ্ধি লাভ করিয়াছিলেন। তিনি স্বীয় গুরুদেব শ্ৰীনিবাসাচার্য্যের আদেশে গদ্যপদ্যগীতময় শ্ৰীকৃষ্ণচৈতন্যলীলা বর্ণনা করিয়৷ তাহারই নিকট হইতে কবিরাজ উপাধিপ্রাপ্ত হন ।* গোবিন্দ কবিরাজ যে সমস্ত পদাবলী রচনা করিয়াছিলেন, তাহ আচাৰ্য্যপ্রভুর প্রিয় শিষ্য কাঞ্চনগড়িয়ানিবাসী দ্বিজ হরি দাসের পুত্র গোকুলদাস ও শ্ৰীদাস কর্তৃক বৈষ্ণবমণ্ডলীতে সৰ্ব্বদা গীত হইত। যেখানে বৈষ্ণৰগণের মহোৎস্ৰাদি “স্ত্রীকৃষ্ণচৈতষ্ঠলীল বণিতে গোবিক্ষে অজ্ঞ করিলেন মহা মনের আনলে । প্রভুর আজ্ঞায় বর্ণে গদ্যপদ্যগীত, সে সব শুলিতে কার ন৷ বেয়ে চিত । গোষিদের কাব্যে শ্ৰীআচাৰ্য্য হর্ষ হৈল, ' গোবিলে প্রশংসি কবিরাজ খ্যাতি দিলা ।” { ভক্তি রত্নাকর ১০ম ভয়ঙ্গ y