পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

चेिऊँौङ्क অধ্যায় । ૨૭૭ হইত, গোবিদের গীত সেই খানেই প্রসিদ্ধি লাভ করিত। সেই সুললিত গীতাবলী শ্রবণ করিয়া বীরচন্দ্ৰপ্ৰভু, আচাৰ্য্যপ্রভু ও জীবগোস্বামীপ্রভৃতি বৈষ্ণবসমাজের আচাৰ্য্যগণ মোহিত হইতেন, ও কবিকে ক্রোড় দিতেন। তিনি বৃদ্ধ বয়স পৰ্য্যন্ত বুখুরি গ্রামে আপনার পদসংগ্রহে মগ্ন থাকিতেন।* ফলতঃ গোবিন্দকবিরাজ স্বীয় গীতাবলীর জন্য অদ্যাপি বৈষ্ণবসমাজে অমর হইয়া আছেন। বাঙ্গলা ভাষায় রচিত পদ ব্যতীত তিনি সংস্কৃতে সঙ্গীতমাধব নামক নাটক ও কর্ণামৃত নামক কাব্য রচনা করিয়া থ্যাতি লাভ করিয়াছিলেন । ভক্তিরত্নাকরে সঙ্গীতমাধবের অনেক শ্লোক উদ্ধৃত দেখা যায়। পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে যে, গোবিন্দকবিরাজ প্রথমে শাক্ত ছিলেন, পরে আচাৰ্য্যপ্রভুর নিকট বৈষ্ণবমন্ত্রে দীক্ষিত হন। এইরূপ কথিত আছে যে, ৪০ বৎসর বয়সে তিনি আচার্য্যের নিকট দীক্ষালাভ করেন, ও তাহার পর ৩৬ বৎসর জীবিত ছিলেন। খৃষ্টীয় ষোড়শ শতাব্দীর শেষ ভাগে শ্ৰীনিবাসাচাৰ্য্য কর্তৃক মুর্শিদাবাদে বৈষ্ণবধৰ্ম্মের প্রচার আরব্ধ হইলে ১৫৩০ হইতে ১৫৪০ খৃষ্টাব্দের মধ্যে গোবিন্দ কবিরাজ আবির্ভূত হইয়াছিলেন বলিয়া অনুমান করা যাইতে পারে। সুতরাং তাহারই

  • *নির্জনে বসিয় নিজ পদরত্নগণে

করেন একত্র অতি উল্লাসিত মনে ।" (ভক্তিরত্নাকর ১৪ তরঙ্গ) + “বঙ্গভাষা ও সাহিত্যেয়, গ্রন্থকার জীযুক্ত বাৰু দীনেশচন্দ্র সেনের মতে ১৭৩৭ খৃষ্টাব্দে গোবিলের জন্ম ও ১৬১২ খৃষ্টাব্দে তাহার মৃত্যু হয়। (বঙ্গভাব ও সাহিত্য ১ম সংস্করণ ১৭১ পৃ ) ইহা নিতান্ত অসঙ্গত বলিয়া বোধ