পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতারণিকা : ు পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে যে, অষ্টাদশ শতাব্দীতে সমগ্র ভারতবর্ষ ব্যাপিয়া এক রাজনৈতিক মহাবিপ্লব সংঘটিত సి হয়। মুর্শিদাবাদের সহিত তাহার বিশেষ সম্বন্ধ থাকায়, maps. সেই বিপ্লবের সামান্ত চিত্র মাত্র প্রথমে প্রদর্শিত হই- তিকবিপ্লব। তেছে । অষ্টাদশ শতাব্দীর প্রথম হইতেই মোগলগৌরব-চন্দ্রম ধীরে ধীরে অস্তোন্মুখ হইতেছিল। কাবুল, কান্দাহার, আসাম, আরাকান, কাশ্মীর ও দক্ষিণাত্য ব্যাপিয়া যে বিশাল রাজ্য মোগলের বিজয় ঘোষণা করিত, ক্রমে ক্রমে তাহ ভিন্ন ভিন্ন জনপদে পরিণত হইয়া দিল্লীর অধীনতা ছেদন করিতে আরম্ভ করে । বৈদেশিক পারসীক ও আফগানগণের আক্রমণে মোগলরাজ্যের শোচনীয় অবস্থা উপস্থিত হয়, এবং তাহার রাজধানী লুষ্ঠিত ও হৃতসৰ্ব্বস্ব হইয়া অধিবাসিগণের রক্তে রঞ্জিত হইয় উঠে। আকবর WS আরঙ্গজেবের বংশধরগণ কৰ্ম্মচারিগণের প্রসাদভিখারী হইয় ক্রীড়াপুত্তলিকার দ্যায় সিংহাসনে উপবিষ্ট হন। কেহ কেহ আবার সে প্রসাদলাভে বঞ্চিত হইয়া ঘাতকের শাণিত অন্ত্রের নিকট মস্তক বলি দিতে বাধ্য হইয়াছিলেন, এবং তাহারা পরস্পর বিবাদে উন্মত্ত হইয় আপনাদের ধ্বংসেরপথপ্রশস্ত করিয়া তুলেন। রাণান্মত্তমহারাষ্ট্রীয় ও জাঠগণের পুনঃ পুনঃ আক্রমণে দিল্লীসাম্রাজ্যের প্রজাগণ সন্ত্রসিত হইয় উঠে। কি হিন্দুস্থান, কি দাক্ষিণাত্য, সৰ্ব্বত্রই নুতন নূতন স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হইতে থাকে, অবশেষে মোগলসাম্রাজ্যের অস্তিত্ব পর্য্যন্ত লোপ প্রাপ্ত হয়। হিন্দুস্থানে অযোধ্য, রোহিলখণ্ড প্রভৃতি প্রদেশ স্বাধীন জনপদের স্থায় হইয় উঠে। বাঙ্গল, বিহার, উড়িষ্যার নবাব, নামে মোগলের অধীন থাকিলেও, কাৰ্য্যতঃ স্বাধীনভাবেই শাসনকাৰ্য্য পরিচালন