পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। ૨૦૧ উপবিষ্ট হইয়া আপনার আত্মীয় মহম্মদ খাঁ পূরকে বাঙ্গলার শাসনকর্তা নিযুক্ত করেন। সেলিমের মৃত্যুর পর তাহার ভ্রাতা মহম্মদ আদিল, সেলিমের পুত্রকে নিহত করিয়া ১৫৫৩ খৃষ্টাব্দে দিল্লীর সিংহাসন অধিকার করিলে, মহম্মদ খা শুরও স্বাধীন হইয়া উঠেন, কিন্তু ওঁহাকে আদিলের উজীর হিমুর সহিত যুদ্ধে জীবন বিসর্জন দিতে হয়। মহম্মদ খাঁ শূরের পুত্র বাহাদুর সাহ গৌড়ের স্বাধীন নরপতিরূপে সম্রাট আদিলের সহিত যুদ্ধে প্রবৃত্ত হন, এবং সেই যুদ্ধে ১৫৫৬ খৃষ্টাকো আদিল নিহত হইলে, হুমায়ুন পুনৰ্ব্বার দিল্লী অধিকার করেন ও অল্পদিন পরে তাহার মৃত্যু ঘটিলে, তৎপুল মোগলকেশরী আকবর সাহ দিল্লীর সিংহাসনে উপৰিষ্ট হন। বাহাদুর সাহ ও র্তাহার ভ্রাতা জেলাল উদ্দীন ১৫৬৪ খৃষ্টান্ধ পর্যন্ত রাজত্ব করার পর জেলালের পুত্র গয়েস উদ্দীন নামক এক ব্যক্তি কর্তৃক নিহত হয়। তৎপরে কেরওয়ানীৰংশীয় সলেমান ও তাহার ভ্রাতা তাজ খাঁ বাঙ্গালা অধিকার করেন। সলেমান গোঁড় হইতে টাড়ায় রাজধানী লইয়া যান, এবং আকবর বাদসাহকে সস্তুষ্ট করায় জন্য দিল্লীতে অনেক উপঢৌকন পাঠাইয় দেন । কিন্তু ক্রমে তিনি স্বাধীন হওয়ার চেষ্টায় প্রবৃত্ত হইয়াছিলেন। সলেমানের মৃত্যুর পর তৎপুত্র দ্বায়ুদ খাঁ। সম্পূর্ণরূপে স্বাতন্ত্র অবলম্বন করেন, কিন্তু সম্রাটসেনার নিকট পরাজিত হইয়া উড়িষ্যায় পলায়ন করিতে বাধ্য হন। কিছুকাল যুদ্ধের পর স্বায়ুদ্র সম্রাটের নিকট হইতে উড়িষ্যার শাসনভার লাভ করেন, এবং মনিয়াম খ। বাঙ্গালার শাসনকর্তা নিযুক্ত হন। রাজধানী টাড়া হইতে পুনরায় গৌড়ে স্থানান্তরিত হয়। মনিয়ামের মৃত্যুর পর দায়ুদ পুনৰ্ব্বার বাঙ্গাল