পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায় । , ՀՖ ֆ মোগলেরা পুনৰ্ব্বার তাহার রাজ্য আক্রমণ ও অধিকার করে, এবং জায়গীর লইয়া মোগলদিগের সহিত বিবাদ ঘটায়, আফগানেরাও বিদ্রোহী হইয়া বাঙ্গলা আক্রমণ ও প্রসিদ্ধ বন্দর সপ্তগ্রাম লুণ্ঠন করিয়া বসে। ইহার পর পুনৰ্ব্বার গোলযোগের নিবৃত্তি হয়, ও বাদসাহের পৌত্র মুলতান খসরু উড়িষ্যার শাসনকৰ্ত্ত নিযুক্ত হন। মানসিংহ তাহার সাহায্যের জন্ত আদিষ্ট হইয়াছিলেন । তৎপরে ১৫৯৯ খৃষ্টাব্দে দাক্ষিণাত্যবিজয়ে সাহায্য করার জন্ত মানসিংহ বাদসাহ কর্তৃক আহুত হইলে, আফগানের পুনৰ্ব্বার বিদ্রোহী হইয়া মৃত কতলু খার পুত্র ওসমানকে আপনাদের নেতৃত্বে বরণ করে, এবং উড়িষ্যা ও বাঙ্গলার অনেক স্থান অধিকার করিয়া বসে। উড়িষ্যা ও বাঙ্গলার নায়েব শাসনকর্তৃদ্বয় মোহনসিংহ ও প্রতাপসিংহ আপনাদের সমবেত সৈন্তসহ উড়িষ্যার অন্তর্গত ভদ্রকের যুদ্ধে আফগানদিগের নিকট পরাজিত হইলে, রাজা মানসিংহ আজমীরে অবস্থানকালে এই সংবাদ অবগত হইয়া পুনৰ্ব্বার পাঠানবিদ্রোহদমনে বাঙ্গলায় আগমন করেন। উড়িষ্যা হইতে মোগলদিগকে বিতাড়িত করিয়া আক্ষগানেরা বাঙ্গলা পৰ্য্যন্ত ধাবিত হয়, ও রাঢ়প্রদেশে শিবির সন্নিবেশ করে। সেই সময়ে ২০ হাজার আফগান সেরপুর ও ওসমানের পতাকামূলে সমবেত হইয়াছিল। • আতাইএর যুদ্ধ ১৫৯৯ খৃষ্টাব্দের শেষভাগে মানসিংহ আজমীর হইতে বিহারভিমুখে অগ্রসর হইয়। ১৬০৯ খৃষ্টাব্দের প্রথমে রোটাসম্বর্গে

  • Riazus Salatin.