পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। ২১৫ চুইয়াছিল বলিয়া প্রবাদ প্রচলিত আছে। মধ্যে মধ্যে তথায় মনুষ্যের অস্থি প্রাপ্ত হওয়া যায়। আতাইএর দুর্গের চিহ্ন অদ্যাপি বিদ্যমান আছে। একটী উচ্চ ডাঙ্গার চারিপাশ্বে পরিখার চিহ্ন দৃষ্ট হয়, সেই ডাঙ্গাভূমি ইষ্টকখও ও ইষ্টকচুর্ণে পরিপূর্ণ। আতাই গ্রামে কয়েকটা সমাধি আছে, যুদ্ধে হত ব্যক্তিগণের সমাধি বলিয়া লোকে তাহাদের প্রতি সম্মান প্রদর্শন করিয়া থাকে। আতাই দুর্গের স্থান হইতে প্রায় ১ রশি উত্তরে একটা প্রাচীন মসজীদ ভগ্নাবস্থায় দৃষ্ট হয়, তাহার কারুকার্য্য বিশেষরূপ প্রশংসনীয়। সেরপুর প্রভৃতি স্থানে মৃত্তিকার উপরে ও নীচে অনেক প্রস্তরখণ্ড দেখিতে পাওয়া যায়। এই সকল চিহ্ন দেখিয়া বোধ হয়, এককালে ঐ সকল স্থান সন্ত্রান্ত জনগণের দ্বারা আধুষিত ছিল। এই স্থানের প্রসিদ্ধ ফকীর দাদাপীরের কথা পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে। যৎকালে রাজা মানসিংহ বিদ্রোহী পাঠান ও ভৌমিকগণের দমনে ব্যাপৃত ছিলেন, সেই সময়ে সবিতারায় নামে একজন জিঝৌতিয়া ব্রাহ্মণ র্তাহার সাহায্যের জন্য দুই পুত্ৰ সবিতারায় ও ও চারি পৌত্র সঙ্গে লইয়া বঙ্গদেশে উপস্থিত হন। মানসিংহ এই সবিতারায় ফতেসিংহের রাজবংশের অাদিপুরুষ। তিনি কোচাড়,কোচবিহার,খরগপুর প্রভৃতি স্থানের যুদ্ধে বীরত্ব প্রদর্শন করিয়া যশোলাভ করেন, ও মানসিংহের অত্যন্ত প্রিয়পাত্র হইয়া উঠেন। * এই সমস্ত স্থানের মধ্যে কোচাড়-যুদ্ধের বিশেষ কোন

  • “যুদ্ধে সবিতা সবন্ধুভিরলং দুষ্টান ক্ষিতীশানৱীন।

কোচাড়—কোচবিহার—দুর্জয়খরগপুরাদি-দেশস্থিতান । 尊 哆 r尊 。戰 粤 尊 Ç