পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RSS মুর্শিদাবাদের ইতিহাস। বিবরণ পাওয়া যায় না । কোচাড় সম্ভবতঃ কাছাড়প্রদেশ হইবে। কাছাড়ের অসম্পূর্ণ ইতিহাসে আকবর বাদসাহের সময় তৎপ্রদেশে কোন যুদ্ধ বিগ্রহ ঘটিয়াছিল কিনা তাহার উল্লেখ দেখা যায় না । কিন্তু কাছাড়ের সংলগ্ন শীলহাট বা শ্রীহট্টের ইতিহাসে দেখাযায় যে, খৃষ্টীয় চতুর্দশ শতাব্দীতে গোঁড়াধিপতি পাঠানরাজ সামসুদ্দীনের রাজত্বসময়ে শীলহাটের কতকাংশ মুসলমানগণ কর্তৃক অধিকৃত হইয়া গৌড়ের একজঙ্গ অধীন শাসনকৰ্ত্তার দ্বারা শাসিত হইত, অন্যান্ত অংশে স্বাধীন হিন্দু নরপতিগণ রাজত্ব করিতেন। সম্রাট আকবরের সময় শ্রীহট্টের হিন্দু রাজা গোবিন্ধ আপনার স্বাধীনতা বিসর্জন দিয়া মোগলের অধীনতা স্বীকার, ও দিল্লীতে বাদসাহ কর্তৃক আহূত হুইয়া তথায় মুসলমান ধৰ্ম্ম অবলম্বন করেন । তিনি সীমান্তপ্রদেশ রক্ষার জন্ত আদিষ্ট হইয়া ছিলেন, কিন্তু কোনরূপ কর প্রদান করিতেন না । * সম্ভবতঃ গোবিন্দের স্বাধীনতা বিসর্জনকালে শ্ৰীহট্ট বা কাছাড় প্রদেশে ৰে যুদ্ধব্যাপার সংঘটিত হইয়াছিল, সবিতারায় তথায় উপস্থিত ছিলেন, এবং এককালে রঙ্গপুর, আসাম, কাছাড় ও ত্রিপুরা এই সমস্ত প্রদেশই কাছাড়রাজ্য নামে অভিহিত হইত বলিয়া + কাছাড় বী শ্ৰীহট্ট প্রদেশের যুদ্ধ কোচাড় বা কাছাড়ের যুদ্ধ বলিয়া বর্ণিত হইয়া থাকিবে। কোচবিহারের যুদ্ধের কথা ইতিহাসে দৃষ্ট হইয়া থাকে। ১৫৯৫ খৃষ্টাৰে কোচবিহারের রাজা লক্ষ্মীনারায়ণ দিল্পীশ্বরের বগুত। স্বীকার করেন। মুকুন্দ সাৰ্ব্বভৌম নামে একজন बिचाप्नो-(वैदूरू बाबू ब्राप्यखश्चब्र जित्वरी गन्गाडि १७बौक কুলকীৰ্ত্তিপঞ্জিকা) • Imperial Gazetteer Vol VIII P. 494 * क्षिप्कांक्-कांशंफ़ ।