পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミソb* मूर्निमाबाटमब इंडिशन। অধিনিৰেশ স্থাপন করিয়াছিলেন। এই সমস্ত যুদ্ধে সবিতা রায় উপস্থিত ছিলেন বশির জানা যাইতেছে। খরগপুর বর্তমান মুঙ্গের জেলার অধীনে অবস্থিত। যে সময়ে মোগলগণ কর্তৃক ৰঙ্গবিজয় সংঘটিত হয়, সেই সময়ে ৰিহারের অন্তর্গত হাজিপুর ও খরগপুরের হিন্দু জমীদারগণ অভ্যন্ত পরাক্রমশালী ছিলেন। খরগপুরের রাজা সংগ্রামসহায় প্রথমে আকৰরের বহুত৷ স্বীকার করিয়াছিলেন। কিন্তু সেই সময়ে মোগলসৈন্ত মধ্যে বিদ্রোহ উপস্থিত হওয়ায়, তিনি ৰিদ্রোহিগণের সহিত যোগ দেন, এবং বাদসাহের সেনাপতি সাহাবাজ খাঁ কর্তৃক পরাজিত হন। তিনি আবার বিদ্রোহী হইয়া উঠিলে, রাজা মানসিংহ বিহারে অবস্থানকালে তাহাকে সম্পূর্ণরূপে দমন করেন। ৫ এই সময়ে সবিত্তা রায় মানসিংহের সাহায্য করিয়াছিলেন। সংগ্রাম পুনৰ্ব্বার বিদ্রোহী হইলে ১৬-৬ খৃষ্টাব্দে বিহারের শাসনকর্তা জাহাঙ্গীর কুলী খী কর্তৃক পরাজিত ও নিহত হন। এইরূপে সবিতা রায় অনেক যুদ্ধে মানসিংহের সাহায্য করিয়া তাহার প্রতিভাজন হইয়া উঠিলে, মানসিংহ তাহাৰুে ৰঙ্গদেশে সৰিতদায়ের ফতেলিংৰ ভূমি সম্পত্তি প্রদান করার জন্তু দিল্লীশ্বরের অধিকার । निकछे श्रङ गनलम बहेग्न! cमन । cगई সনদের বলে তিনি কায়স্থরাজা, পূর, সৈয়দ ও হাড়িগণকে যুদ্ধে পরান্ত করিয়া ফত্তেসিংহ ভূমি অধিকার করেন। + এই • Blochmann's Ain-i-Akbari p. 34o. * কারন্থাবনিপালপুরমজিান যুদ্ধে ওখ হজুডিগাৰু। काखमिरुभूभक्ठिावषिङ्कष्ठ लाप्ठादि जिऐश्व छन्।” পুগুটিকৰূলকীর্ষিপঞ্জিক।