পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&、● মুর্শিদাবাদের ইতিহাস । গ্রাম নগরাদি নিৰ্ম্মাণ করাইয়া বাস করেন। ক্রমে র্তাহাদের ফডেলিংহে জিঝৌতির বংশধরগণ মাধুনিয়া, কল্যাণপুর, আন্দুলিয়৷ ব্রাহ্মণগণের বাস ও জেমো প্রভৃতি স্থানে বাস করিয়াছিলেন। তাহাদের আত্মীয় অদ্যান্ত জিঝৌতিয় ব্রাহ্মণগণও ফতেসিংহে আসি উপস্থিত হন। এইরূপে ফতেসিংহ জিঝৌতিয় ব্রাহ্মণ গণের প্রধান আবাসভূমি হইয় উঠে। জিঝৌতিয় ব্রাহ্মণগণ কনোজিয়া বা কান্তকুজ শ্রেণীর অন্যতম শাখা বলিয়া আপনাদিগের পরিচয় দিয়া থাকেন। র্তাহারা যজুৰ্ব্বেদান্তর্গত মাধ্যদিন শাখাধ্যায়ী। যজুর্হোত শব্দ হইতে জিঝৌতিয় নামের উৎপত্তি হইয়াছে বলিয় তাহারা প্রকাশ করিয়া থাকেন। কিন্তু জিঝৌতিয় ব্রাহ্মণগণের ন্তায় জিঝৌতিয় ৰণিৰূও দৃষ্ট হয় বলিয়া জিঝোতি প্রদেশের অধিবাসিগণেরই নাম জিঝৌতিয় হইয়। থাকিবে। কনিংহাম আবুরিহানের বর্ণনানুসারে বর্তমান বুন্দেলখণ্ডকে জঝোতি প্রদেশ বলিয়া অনুমান করিয়া থাকেন। উত্তরে গঙ্গা ও যমুনা, পশ্চিমে বেটোয়া ; নদী, পূৰ্ব্বে বিন্ধ্যৰাসিনীর মন্দির, দক্ষিণে চন্দেরী, সাগর ও নৰ্ম্মদায় উৎপত্তি স্থানের নিকটস্থ বিলহারী জেলা। এই চতুঃসীমার মধ্যস্থ প্রদেশ বুন্দেলখণ্ড নামে প্রসিদ্ধ। এই সীমার মধ্যেই জঝৌতিয় ব্রাহ্মণগণের প্রাচীন দেশ ৰক্তমান। বুকাননের মতে জিঝৌতিয়ার বাসভূমি উত্তরে যমুনা হইতে দক্ষিণে নৰ্ম্মদ ও পশ্চিমে বেটােয়াতীরস্থ উর্চা হইতে পূৰ্ব্বে বুদেলা নালা পর্য্যন্ত বিস্তৃত। বুদেলা নাল মির্জাপুর হইতে দুই চটি মাত্র দূরে কাশীর নিকট গঙ্গায় পড়িয়াছে। সুতরাং কলেজিয়া, গৌড়িয়া প্রভূতি ব্রাহ্মণগণের নামের উৎপত্তির দ্যায় জঝোক্তি