পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায় । ২২৭ খৃষ্টাব্দে কয়েক মাসের জম্ভ দ্বিতীয় বার বাঙ্গালার হুবেদার নিযুক্ত হইয়াছিলেন । এই সময়ে তিনি যশোহরের স্বপ্রসিদ্ধ মহারাজ প্রতাপাদিত্যের দমনের জষ্ঠ সুন্দরবনে গমন করেন । প্রডাপাদিত্যের পরাজয়ের পর কৃষ্ণনগররাজবংশের পূৰ্ব্বপুরুষ ভবানন্দ মজুমদারকে নদীয়ায় প্রতিষ্ঠিত করিয়া মুর্শিদাবাদের মধ্য দিয়া রাজমহল ও পরে দিল্লী অভিমুখে অগ্রসর হন। সেই সময়ে তাহার অনুচর কতিপয় রাজপুত, মানসিংহের অনুগমন না করিয়া শস্যামলা বঙ্গভূমিতে বাস করার ইচ্ছায় মুর্শিদাবাদে अवङ्ॉन करञ्जन। उँीशांब्रा छत्रीशूद्र उ*दिडां८शब्र भिठभूत्र প্রভৃতি স্থানে বাস করিয়াছিলেন। এই সমস্ত রাজপুতগণ আপনাদিগকে চৌহানবংশীয় বলিয় পরিচয় দিয়া থাকেন । এক্ষণে বিবাহাদি ব্যাপার ব্যতীত তাহাদের জন্তান্ত আচার ব্যবহার বাঙ্গালীয় ভায় হইয়া দাড়াইয়াছে । জঙ্গীপুর উপবিভাগ ব্যতীত মুর্শিদাবাদের অন্যাস্ত স্থানেও দুই চারি ঘর রাজপুত দেখিতে পাওয়া যায়। এই সমস্ত রাজপুতগণ ভূসম্পত্তি উপভোগের দ্বারা আপনাদের জীৰিক নিৰ্ব্বাহ কৰিয়া থাকেন। এইরূপে মানসিংহের সময় হইতে মুর্শিদাবাদে জিঝৌতিয় ব্ৰাহ্মণ ও রাজপুতগণ আপনাদের বাসস্থাম স্থাপন করিয়াছেন। ক্রমে তাহারা প্রকৃত বাঙ্গালীই হইয়। পড়িয়াছেন। খৃষ্টীর ষোড়শ শতাব্দীর শেষভাগে ও সপ্তদশ শতাব্দীর প্রারম্ভে বঙ্গদেশে যেরূপ রাজনৈতিক বিপ্লব ৰৈকৰ কৰি गःषष्ऊि इहेब्राहिण, उांशङ्ग विदब्र१ eनख बइनकन बोन । হইয়াছে। পাঠানবিদ্রোহে, ভৌমিকগণের স্বাধীনতাঘোষণার বঙ্গদেশে খেরূপ আশান্তির আবির্ভাব হইয়াছিল, তাহ৷ সকলেই