পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՋՉԵ" মুর্শিদাবাদের ইতিহাস। অনুমান করিতে সক্ষম হইতেছেন। কিন্তু এই সমস্ত বিপ্লব ও অশাস্তির মধ্যে স্থাপিত হইয়াও ভক্ত বৈষ্ণবগণ আপনাদের ধৰ্ম্ম ও কাব্যালোচনার অবসর পাইয়াছিলেন। র্তাহারা যেন এই সমস্ত বিপ্লব হইতে দূরে রহিয়া আর এক জগতে বিচরণ করি তেন। রাজনৈতিক অশাস্তির ছায়ামাত্র তাহাদের হৃদয়কে স্পর্শ করিতে পারিত না। পূর্বে উল্লিখিত হইয়াছে যে, খৃষ্টীয় ষোড়শ শতাব্দীর শেষভাগে মুর্শিদাবাদে বৈষ্ণবধৰ্ম্মের প্রাধান্য বিস্তৃত হয়, এবং সেই সময় হইতে মুর্শিদাবাদের দুই চারি জন বৈষ্ণব কবি খ্যাতি লাভ করিতে আরম্ভ করেন। মুর্শিদ বাদের একজন ভক্ত বৈষ্ণব কবি সপ্তদশ শতাব্দীর প্রায়স্তে বৈষ্ণবসমাজ মধ্যে প্রসিদ্ধ হইয়া উঠেন। তাহার নাম যদুনন্দন দাস। মছননান দাস সাধারণতঃ যদুনন্দনদাস ঠাকুর নামে অভিহিত হইতেন । শ্ৰীনিবাসাচার্য্যের বংশধরগণের বাসস্থান মালিহাটী বা মেলেটতে বৈদ্যবংশে যদুনন্দন দাস জন্ম পরিগ্রহ করেন ও শ্ৰীনিবাসের পৌত্র ও র্তাহার কন্যা হেমলতার ভ্রাতুষ্পুত্র ও শিষ্ট বুধুইপাড়ানিবাসী সুবলচন্দ্র ঠাকুরের নিকট দীক্ষিত হন।

  • “ॐशबलकडश #ांकूद्र ननीमन्नमग्न ।

ভ্রাতুঙ্গুত্র হয় তাহার শিষ্য মহাশয়ৰ 游 畅 歌 秦 ौिम षङ्नन्न 'वाघ्नाग नोष उठोब ।। মালিহাটী গ্রামে স্থিতি প্রেমহীন ছায় ॥ সেৰকাভাস ৰুজু সেবা না করিল। । তথাপি তাহার গুণে সে পদ ধরিল - - निवा २झ नि]िiम ।