পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు মুর্শিদাবাদের ইতিহাস। অবশেষে মুর্শিদাবাদে আসিয়া কেন্দ্রস্থ হয়, পরে ক্রমে ক্রমে সমগ্র ভারতবর্ষে পরিব্যাপ্ত হইয়া মহারাষ্ট্রীয় ও শিখ দৰ্প চূর্ণ বিচুর্ণ করিয়া আসমুদ্র হিমালয় সমস্ত ভারতবর্ষের রাজরাজেশ্বরী শক্তি হইয় উঠে। তাই এক্ষণে সিন্ধুধৌতচরণ, তুষারকিরীটিনী, হামলাঞ্চল ভারতভূমি অস্থিমজ্জায় ব্রিটিশবিজয়ের শত শত চিহ্ন ধারণ করিয়া জগতে ইংরাজের অক্ষয় গৌরবের পরিচয় প্রদান করিতেছেন । কিরূপে অষ্টাদশ শতাব্দীর সেই রাজনৈতিক মহ। বিপ্লব ঘটিয়াছিল, আমরা সংক্ষেপে ভারতের ভিন্ন ভিন্ন প্রদেশের বিবরণ হইতে তাহ দেখাইতে চেষ্টা করিতেছি । ১৭০৭ খৃষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে দিল্লীশ্বর আরঙ্গজেব দক্ষিণাত্যের শিবিরে পরলোক গমন করেন। মৃত্যুর निघ्नौ ।। ४ পর হইতেই তাহার তিন পুত্রের মধ্যে সিংহাসন লইয়া . . . বিবাদ উপস্থিত হয়। সেই সময়ে জ্যেষ্ঠ মোয়াজেম কাবুলের, দ্বিতীয় আজিম গুজরাটের, এবং কনিষ্ঠ কামবক্স বিজাপুরের শাসনকর্তার পদে প্রতিষ্ঠিত ছিলেন। পিতার মৃত্যুসংবাদ পাইয়া দ্বিতীয় আজিম পিতৃশিবির অধিকার করিয়৷ বসেন ও আপনাকে সম্রাট বলিয়া ঘোষণা করেন। আজিম কামবক্সকে বিজাপুর ও গোলকুওl প্রদেশ ও তাহার নিজ নামে মুদ্রাঙ্কনের ক্ষমতা প্রদান করার কামবক্স কোনরূপ গোলযোগ করেন নাই। কিন্তু জ্যেষ্ঠ মোয়াজেম কাবুল হইতে ভারতবর্ষে উপস্থিত হইয় আপনার দুই পুত্র মুক্তানের ও বাঙ্গলার শাসনকর্তা মৈজুদ্দীন ও আজিম ওখানকে সসৈন্তে আগরাভিমুখে অগ্রসর হওয়ার জন্ত সংৰাজ পাঠাষ্ট্ৰয় দেন ও ভ্রাত আজিমের নিকট সাম্রাজ্যবিভাগের প্রস্তাব করেন। কিন্তু জাজিম তাহাতে স্বীকৃত না হওয়ার জাগরায় উভয় ভ্রাতার মধে}