পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুর্শিদাবাদের ইতিহাস । بواني اج: ইংলণ্ডের বাণিজ্যের চেষ্টা করিয়াছিলেন। তাহার পর ১৫৮s খৃষ্টাব্দে রালফ ফিচ, জেমস নিউবেরি, এবং লীডস নামে তিনজন ইংরাজ বণিক স্থলপথে ভারতবর্ষে আগমন করেন। পটু, গীজের তাহাদিগকে অৰ্শ্বজে ও পরে গোয়ায় বন্দী করিয়া রাখেন। কিছুকাল পরে মুক্তি লাভ করিলে নিউবেরি গোয়ায় একটা দোকান করিয়া সামান্তরূপ দ্রব্যাদির ক্রয় বিক্রয়ে প্রবৃত্ত হন। লীডস মোগল সম্রাটের অধীনে কাৰ্য্য গ্রহণ করেন, এবং ফিচ, সিংহল, বাঙ্গল, পেগু, শুাম, মালাক্কা ও অন্যান্য স্থানে দীর্ঘ ভ্রমণের পর ইংলণ্ডে উপস্থিত হন। ১৫৯১ খৃষ্টাব্দে ওলন্দাজগণ ইংরাজদিগের বিরুদ্ধে গোল মরিচের মূল্য বৃদ্ধি করিলে, ইংরাজের স্বয়ংই ভারতবর্ষের সহিত বাণিজ্য করার জন্ত লর্ড মেয়রের সভাপতিত্বে লওনে এক সভা আহবান করিয়া একটা বাণিজ্যসমিতি স্থাপনের জন্য চেষ্টা করেন। ইংলণ্ডের রাজ্ঞী এলিজাবেথও ইংরাজ বণিকৃকোম্পানীর সুবিধার জন্য সার জন মিল্ডেনহলকে কনষ্টাণ্টিনোপলের পথ দিয়া দিল্লীশ্বর মোগলকেশরী আকবর বাদসাহের নিকট পাঠাইয় দেন, এবং ১৬•• খৃষ্টাব্দের ৩১শে ডিসেম্বর ইংরাজ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী ইংলণ্ডের মহারাষ্ট্রীর নিকট হইতে সনন্দ লাভ করিয়া প্রাচ্য দেশে বাণিজ্যার্থে আদেশ প্রাপ্ত হয়। উক্ত কোম্পানী তৎকালে *প্রাচ্য ভারতে বাণিজ্যাৰ্থী লণ্ডন বণিকগণের শাসনকর্তা ও কোম্পানী” নামে অভিহিত হইত। প্রথম ইংরাজ ইষ্ট ইণ্ডিয়া • The Governor and Company of Merchants of London trading to the EAST INDiss.