পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/২৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। ২৪৩ ভারতে ও বাঙ্গালায় বাণিজ্যার্থে উপস্থিত হয়। যথাস্থানে তাহাদের বিষয় উল্লিখিত হইবে। সৰ্ব্বশেষে ১৭৩১ খৃষ্টাব্দে প্রাচ্যদেশে বাণিজ্যার্থে একটা "সুইডীশ কোম্পানী”ও গঠিত श्ब्रांझिल । কিরূপে অন্তান্ত ইউরোপীয়গণ প্রাচ্য দেশ ও ভারতবর্ষে বাণিজ্যর্থে উপস্থিত হইয়াছিলেন, তাহা উল্লিখিত হইয়াছে, এক্ষণে র্তাহাদের বাঙ্গলায় উপস্থিতির বিষয় ৰাজালায় ইউরোপীউল্লেখ করা যাইতেছে। ইংরাজ ও ওলন্দাজ গণের উপস্থিতি । দিগের মধ্যে কাহারা প্রথমে বাঙ্গলায় বাণিজ্যার্থে উপস্থিত হন ইহা নির্ণয় করা সুকঠিন। তবে ইংরাজদিগের বাঙ্গলায় আগমনের পূর্ব হইতে দেখা যায় যে, বাজলার সহিত ওলন্দাজদিগের কোন কোন বিষয়ের সম্বন্ধ ঘটিয়াছিল। আমরা পূৰ্ব্বে উল্লেখ করিয়াছি যে, যৎকালে গঙ্গালেস গোয়ায় পটুগীজগণের সাহায্যে আরাকান রাজ্য আক্রমণ করে, সেই সময়ে আরাকানরাজ ওলনাজদিগের সাহায্য গ্রহণ করিয়াছিলেন। ইহাতে বোধ হয় যে, ওলনাজগণ তৎকালে বঙ্গোপসাগরে আপনাদের জাহাজ बश्ब्रां ॐहिङ কুইতেন, এবং সেই সময় হইতে বঙ্গদেশে তাহদের অল্পবিস্তর বাণিজ্যারম্ভও হইয়া থাকিবে। অৰ্ম্মে অনুমান করেন যে, ১৬২৭খৃষ্টাস্বেয় কিছু পুৰ্ব্ব হইতে ওলন্দাজের বাঙ্গলায় অবস্থিতি করিতে আরম্ভ করেন, কিন্তু তাছার পুৰ্ব্ব হইতেও ৰে বাঙ্গলtৱ সহিত র্তাহীদের সম্বন্ধ ঘটিয়াছিল তাহ স্পষ্টই প্রতীত হইরা থাকে। ওলন্দাজগণ চুচুড়া, বরাহনগর, কালিকাপুর, ঢাকা, পাটনা প্রভৃতি স্থানে আপনাদের কুঠী স্থাপন করিয়াছিলেন । ওলন্দাজগণের পর আমরা ইংরাজদিগকে বাজলায় বাণিজ্যার্থে