পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতারণিকা । ጫ যুদ্ধ উপস্থিত হয় ; এই যুদ্ধে আজিম ও র্তাহার দুই পুত্র নিহত হইলেমোয়াজেমবাহাদুর সাহ উপাধিধারণকরিয়াদিল্লীর সিংহাসনে উপবিষ্ট হন। বাহাদুর সাহ বা প্রথম সাহ আলম ৫ বৎসর মাত্র রাজত্ব করিয়াছিলেন। ১৭০৯ খৃষ্টাব্দে র্তাহার কনিষ্ঠ ভ্রাত কামবক্স বিদ্রোহী হইয়া উঠিলে হায়দরাবাদের নিকট সম্রাটসেনার নিকট পরাজিত হন, এবং বন্দী-অবস্থাতেই প্রাণত্যাগ করেন। বাহাদুর সাহের রাজত্বকালে রাজপুত ও শিখগণ দিল্লীর অধীনতা ছেদনের জন্ত চেষ্টা করিয়াছিল। ১৭১২ খৃষ্টাৰো লাহোরের সন্নিকটে বাহাদুর সাহ পরলোকগত হন। তাহার দ্বিতীয় পুত্ৰ আজিম ওখান প্রথমতঃ আপনাকে সম্রাট বলিয়া ঘোষণা করেন। সেই সময়ে জুল্যকর র্থ সাম্রাজ্যমধ্যে এক জন ক্ষমতাশালী কৰ্ম্মচারী ছিলেন। তিনি বাহান্থর সাহের নিকট হইতে আমীর উল, ওমরা উপাধি প্রাপ্ত হইয়া দক্ষিণাত্যের শাসনকৰ্ত্ত নিযুক্ত হন। জুলফকর আজিম ওখানের উপর অসন্তুষ্ট থাকায় জ্যেষ্ঠ মৈজুদ্দীন ও অপর দুই ভ্রাত রফে শুখান ও খোজেস্ত আক্তরের সহিত মিলিত হইয়া ইরাবতীতীরে তাহাকে আক্রমণ করেন। এই আক্রমণে আজিম ওখান সম্পূর্ণরূপে পরাজিত হইয়া হস্তীসহ নদীগর্তে প্রবিষ্ট হন। র্তাহার জ্যেষ্ঠ পুত্র মহম্মদ করীম বন্দী ও অবশেষে মৈজুদীনের আদেশে নিহত হন। মৈজুদ্দীন জাহানার সাহ উপাধি গ্রহণ করিয়া সিংহাসনে আরোহণ করেন। তাহার অপর দুই ভ্রাতা স্ব স্ব অভিলাৰপুরণের সুযোগ লাভ করিতে ন পারার জাহান্দরের বিরুদ্ধে অভূখিত হইলে জুলক্করের সংগ্রাম পারদর্শিতার পরাজিত হইয় অবশেষে মৃত্যুমুখে পতিত হন। জাহাঙ্গর সাহ অতি অল্প দিন সাম্রাজ্য ভোগ করিয়াছিলেন । চরিত্রহীন