পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

g তৃতীয় অধ্যায় । ミ8@ ণের আদেশ লাভ করেন, এবং হুগলী বাঙ্গলায় ইংরাজদিগের সৰ্ব্বপ্রধান স্থান হইয়া উঠে। উহার অধীনে বালেশ্বর, পাটনা, কাণীমবাজার ও রাজমহলে এজেন্সী বা বাণিজ্যালয় স্থাপিত হয়। ক্রমে কাশীমবাজার, পাটনা, রাজমহল, মালদহ ও ঢাকা প্রভৃতি স্থানেও তাছাদের কুঠী স্থাপিত হইয়াছিল। সা সুজার নিকট হইতে ইংরাজের বাঙ্গলায় বিনা শুন্ধে বাণিজ্য করার আদেশ প্রাপ্ত হন। মীরজুমার মুবেদারী সময় হইতে তাহাদিগকে বার্ষিক তিন হাজার টাকা মাত্র পেস্কশ দিতে হইত, কিন্তু অন্যান্ত ইউরোপীয় বণিকৃগণ শতকরা ৩ টাকা শুষ্ক প্রদান করিতেন। বাঙ্গলার ইংরাজ কুঠীসমূহ পূৰ্ব্বে মাঙ্গাজের অধীন ছিল। ১৬৮২ খৃষ্টাব্দে বাঙ্গলা মাত্ৰাজ হইতে বিচ্ছিন্ন হইয়া স্বতন্ত্র হয়, এবং মিষ্টার উইলিয়ম হেজেস বাঙ্গলার প্রথম স্বাধীন অধ্যক্ষের পদ লাভ করিয়া হুগলীতে অবস্থিতি করেন। খৃষ্টীয় সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে হুগলী হইতে কলিকাতায় কুঠী স্থানান্তরিত হওয়ায়, কলিকাতা ক্রমে বঙ্গদেশে ইংরাজ দিগের সর্বপ্রধান স্থান হইয়া উঠে। সেই কলিকাতা এক্ষণে সমগ্ৰ ভারতবর্ষের রাজধানী । নবাব সায়েস্তা খা বাঙ্গলার স্ববেদার নিযুক্ত হইয়া প্রথম বারে ১৬৭৬ খৃষ্টা পৰ্য্যন্ত শাসনকাৰ্য্য পরিচালন করিয়া ছিলেন। তাহার পর ১৬৭৯ খৃষ্টাব্দ হইতে ১৬৮৯ পর্য্যন্ত তিনি দ্বিতীয় বার সুবেদার নিযুক্ত হন। তাহার প্রথম ‘বারের শাসনসময়ে ফরাসী ও দিনেমারের বাজলায় বাণিজ্য বিস্তার ও কুঠী নিৰ্ম্মাণের আদেশ লাভ করেন। তদনুসারে চন্দননগর-ফরাসডাঙ্গায় ফরাসীগণ কর্তৃক ও ঐরাষপুরে দিনেমারগণ কর্তৃক কুঠী স্থাপিত হয়। ১৬৭৩ খৃষ্টাম্বে