পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

隅 幻 ఢ s '. & N.

  • .

&8b. মুর্শিদাবাদের ইতিহাস । পরান্ত হইলে, তাহারা চুচুড়ার, কাশীমবাজার বা কালিকাপুরের ও পাটনার কুঠ রক্ষার জন্ত কেবল ১২৫ জন ইউরোপীয় সৈন্ত রাখিতে অনুমতি পাইয়াছিলেন । * ইহার পর হইতে ক্রমে ७णनांछनिtशव्र कभङांग्न झांग इहेष्ठ श्रांब्रड इज़ ।। ४१४० খৃষ্টাব্দের ৬ই জুলাই তারিখে গবর্ণর জেনারাল ওয়ারেন হেষ্টিংসের এ আদেশে কর্ণেল আইরণসাইড কালিকাপুর কুটা অধিকার করেন। তৎকালে কালিকাপুরে একটী দুর্গ ছিল বলিয়া জানা যায়। । কিন্তু ইহার পর ইংরাজের ওলন্দাজদিগের নিকট হইতে কালিকাপুরের কুঠী ও তাহার স্থানাদি ক্রয় করিয়া লন। ১৮২৯ খৃষ্টাব্দে উক্ত কুঠার উপকরণ দ্বারা বহরমপুর হইতে লালবাগ পৰ্য্যন্ত নদী-তীরস্থ রাজপথ নিৰ্ম্মিত হইয়াছিল। এক্ষণে কালিকাপুরে কেবল ওলনাজদিগের একটা সমাধিস্থান তাহাদিগের প্রাচীন অবস্থিতির কথা স্মরণ করাইয়া দিতেছে। সেই সমাধিস্থানের পশ্চিমে রাস্তার বামধারে রোমান ক্যাথলিক গির্জা ও মঠ অবস্থিত ছিল। এক্ষণে তাহার কোনই চিহ্ন দেখা স্বায় না। কালিকাপুর এককালে মহা সমৃদ্ধিশালী নগর বলিয়া বিখ্যাত ছিল। তাহার বাজার বা চকে নানাপ্রকার সামগ্রীর ক্রয় ৰিক্রয় হইত। যৎকালে ভাগীরথী তাহার নিম্ন দিয়া প্রবাহিত ছিলেন, সেই সময়ে কালিকাপুরে কাৰ্ত্তিকবিসর্জনের দিবস • Beveridge's History of India Vol I., P. 663. t "Colonel Ironside on taking possession writes thus to the Civil Authorities:–I should think tomorrow morning the properest time for the Troops to evacuate the Fert and its environs (Gastrell's Statistical Report of Murshidabad P. la)