পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায় । ミQ* ছেটিংস তথায় একটী সামান্ত কেরাণীর কার্য্য করিতেন। কাশীমবাজারের ইংরাজ কৰ্ম্মচারিগণ বন্দী-অবস্থায় নবাবসমীপে নীত হইলে, কালিকাপুরের ওলন্দাজকুঠীর অধ্যক্ষ মিষ্টায় ভিনেট প্রতিভূ হওয়ায় তাহারা মুক্তি লাভ করিতে সমর্থ হন। এই সময়ে ওয়ারেন হেষ্টিংসের সহিত কাশীমবাজার রাজবংশের প্রতিষ্ঠাত কান্তবাবুর পরিচয় হয়, এবং কালে হেষ্টিংসের অনুগ্রহে কান্তবাবু অতুল সম্পত্তির অধীশ্বর হইয়া, কাশীমবাজারে আপনার বৃহদায়তন বাসভবন নিৰ্ম্মাণ করিয়াছিলেন । সিরাজউদ্দৌলার সহিত বিবাদের সময়, কাশীমবাজার কুঠার কার্য্য মন্দ ভাবে পরিচালিত হইত। পলাশী যুদ্ধের পর পুনৰ্ব্বার তাহার কাৰ্য্য সোৎসাহে অরিন্ধ হয়। সেই সমর হইতে নবাব-দরবারে একজন স্বতন্ত্র ইংরাজ রাজনৈতিক প্রতিনিধি বা রেসিডেন্ট নিযুক্ত হন। তিনি মুর্শিদাবাদের মোরাদবাগে অবস্থিতি করিতেন। প্রথমে ক্রাফ টন ও পরে ওয়ারেন হেষ্টিংস মুর্শিদাবাদ দরবারে রাজনৈতিক প্রতিনিধি নিযুক্ত হইয়াছিলেন । কাশীমবাজার কুঠীর অধ্যক্ষ তদবধি কেবল বাণিজ্যিক রেসিডেণ্ট নামে অভিহিত হইতেন। উক্ত রেসিডেন্টের জন্য ৫০,১৬০ টাকা বেতন নির্দিষ্ট হয়। • ১৭৬৩ খৃষ্টাব্দে নবাব মীর কাসেমের রাজত্বকালে মিষ্টার ব্যাটুসন কাশীমবাজার কুঠীর অধ্যক্ষ ও চেম্বাস র্তাহার সহকারী ছিলেন। ঐ বৎসরে বাঙ্গলার ৪ লক্ষ পাউণ্ড ধন প্রয়োগের মধ্যে কাশীমবাজার আড়ঙ্গের জন্য ১০ হাজার পাউণ্ডের আবশুক হইরাছিল। কলিকাতা কাউ • Hunter's Statistical Account.