পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। ኟ¢X» স্থির হয়, কারণ কলিকাতার স্বাস্থ্য ইউরোপীয়গণের উপযোগী ছিল না। ১৬৬৩ খৃষ্টাব্দে কলিকাতার একজন কেরাণী বায়ু পরিবর্তনের নিমিত্ত কলিকাতা হইতে কাণীমবাজারে আসার জন্ত কলিকাতা কাউন্সিলে প্রার্থনা করিয়াছিলেন । * উনবিংশ শতাব্দীর প্রথম হইতে কাশীমবাজারের অবস্থা পরিবর্তিত হইতে আরব্ধ হয়। ইহার চারিদিক্ জঙ্গলময় হইয়া বন্য পশুর আশ্রয়স্থান হইয় উঠে, এবং কৃষিকার্য্যেরও অবনতি ঘটে। ১৮০২ খৃষ্টাব্দে লর্ড ভ্যালেন্সিয়া কাশীমবাজারসম্বন্ধে লিথিয়াছেন যে, ইহার লোকসংখ্যা কিছু বৰ্দ্ধিত হওয়ায় ও গবর্ণমেণ্ট এক একটা ব্যাঘ্র শিকারে দশ টাকা পারিতোষিক নির্দেশ করায়, কাশীমবাজারের চতুর্দিকে আর ব্যাঘ্র দেখা যায় না । ১৮১১ খৃঃাবে একজন ভ্রমণকারী এইরূপ লিখিয়াছিলেন যে, কাশীমবাজার, রেশম, রেশমীবস্ত্র ও গজদন্তের ব্যবসায়ের জন্য প্রসিদ্ধ বটে, কিন্তু ইহার চতুৰ্দ্দিকু জঙ্গলময় ও বন্য পশুর আশ্রয়স্থান। ১৮১৩ খৃষ্টাব্দে ইহার নিম্নস্থ ভাগীরথীর প্রবাহ কদ্ধ হওয়ায়, + কাশীমবাজারের ব্যবসায়ের ধ্বংস ও স্বাস্থ্য

  • Long.

মুর্শিদাবাদ-লালবাগের দক্ষিণ করবোল মাঠের নিম্ন অর্থাৎ পূৰ্ব্বে বথায় কাশীমবাজারের প্রাস্তবাহিনী ভাগীরথীর উত্তর মুখ ছিল, সেই স্থান হইতে সৈয়দাবাদ-ফরাসডাঙ্গ অর্থাৎ ভাগীরথীর প্রাচীন দক্ষিণ মুখ পৰ্য্যন্ত বৰ্ত্তমান ভগীরথী প্রবাহ কাটিয়া দেওয়া হয় । কিন্তু ইন্টার প্রভৃতি সহসা ভাগীরথীর গতি পরিবর্তনের কথা লিখিয়াছেন। শশীমবাজারের নিয়ন্থ রুদ্ধ প্রবাহকে কাটিগঙ্গা বলে। ইহাকে কাটিগঙ্গ। SSS SBBSS BB BB BS BD DDB BBBB BBBBB BB BBBS ছিল, বলিয়া বোধ হয় ।