পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

、どe মুর্শিদাবাদের ইতিহাস । বিনষ্ট হয়। পর বৎসর ভয়ানক ম্যালেরিয়া জ্বরের প্রাচুঙাৰ হুইয়৷ কাশীমবাজারের অধিবাসিবর্গকে বিনাশ করিতে আরম্ভ করে। স্থানীয় প্রবাদ এই যে, এক বৎসরের মধ্যে মহামারীতে ইহার অধিকাংশ লোক মৃত্যুমুখে পতিত হয়, অবশিষ্ট লোকের মধ্যে অনেকে অন্তান্ত স্থানে পলায়ন করে । এরূপ অবস্থায়ও কাশীমবাজারের রেশমকুঠার কার্য অনেক দিন পর্য্যন্ত চলিয়াছিল । দেশীয় প্রবাদামুসারে ঘনসন্নিবিষ্ট অট্টালিকারাজির জন্তু ষে কাশীমবাজারের রাজপথে স্বৰ্য্যালোক প্রবেশ করিতে পারিত না, এক্ষণে তাহার চারিদিক্ জঙ্গলময় ও ম্যালেরিয়ার আশ্রয়স্থান হইয়া উঠিয়াছে। কাণীয়বাজারের রাজবংশের ও রাঙ্গ আশুতোষনাথের বাস না থাকিলে এতদিন তাহা ঘোরতর জঙ্গলে পরিণত হইত। কাশীমবাজারের প্রাচীন চিহ্নের মধ্যে এক্ষণেও কিছু কিছু দৃষ্টিগোচর হইয়া থাকে। তন্মধ্যে ইংরাজ রেসিডেন্সীর ভয়াব কাশীমৰাজারের শেষ, তৎসংলগ্ন সমাধিস্থান, ও বানকেরও প্রাচীন চিহ্ন। দুই একটা চিহ্ন দেখিতে পাওয়া যায় ; এবং স্থানে স্থানে দুই চারিট প্রাচীন শিবমন্দির ও জৈনদিগের একটা প্রাচীন মন্দির তাহার পুরাতন কথা স্মরণ করাইয়া দেয়। ইংরাজ রেসিডেন্সী ভাগীরথীর তীরেই অবস্থিত ছিল, বর্তমান সময়ে তাহার নিয়ন্থ ভাগীরথীর প্রৱাহ রুদ্ধ হইয়া রেসিডেন্সী হইতে কিছু দূরে অপস্থত হইয়াছে। এই রেসিডেন্সীর স্থান প্রথমে লায়াল কোম্পানী পরে কাশীমবাজারের রাজবংশ ক্র করিয়া তাহাকে একটা বাগানে পরিণত করিয়াছেন। উহাকে এক্ষণে হাতার বাগান কহে । রেসিডেন্সীর বিশেষ কেণি