পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায় 1 । ২৬৯ * চিহ্ন নাই, কেবল উত্তর দিকের প্রাচীরের কিছু ভগ্নাবশেষ, বিদ্যমান আছে, কাশীমবাজারের মহারাজ কর্তৃক তাহ সুরক্ষিত ভাবে অবস্থিতি করিতেছে। রেসিডেন্সীর সময়ের এক বৃহৎ বটবৃক্ষ সংলগ্ন একটা মসজীদের জীর্ণবশেষও দেখা যায় । দ্বিতীয় খণ্ডে রেসিডেন্সীর বিবরণসহ ভগ্নাবশেষের চিত্র প্রদর্শিত হুইবে বলিয়া এস্থলে তাহার বিশেষরূপ উল্লেখ পরিত্যক্ত হইল । , রেসিডেন্সীসংলগ্ন সমাধি-স্থানটা গবর্ণমেণ্টের পূর্তবিভাগের তত্ত্বাবধানে থাকায় এক্ষণে মুসংস্কৃত অবস্থায় স্বরক্ষিত আছে । সমাধি স্থানে ১৮ট সমাধি দৃষ্ট হয়, তন্মধ্যে ৭টর উপরে স্তম্ভ, বিদ্যমান। এই সমস্ত সমাধির মধ্যে একটতে ভারতের প্রথম গবর্ণর জেনারেল ওয়ারেন হেষ্টিংসের প্রথম পত্নী মেরী ও র্তাহার শিশু কন্যা এলিজাবেথ সমাহিত । ১৭৫৯ খৃষ্টাব্দের ১১ই জুলাই মেরীর মৃত্যু হয়। * এই সমাধিট সমাধি-স্তানের বর্তমান সমাধিগুলির মধ্যে প্রাচীন। ১৮৬৩ খৃষ্টাব্দে বাঙ্গল৷

  • Revenue Surveyer Captain Gastreli Sven setto & "সমাধির প্রস্তরফলকের উপর খোদিত লিপির বিষয় এইরূপ লিথিয়াছেন— To the Memory of Mrs. Warren Hastings and her daughter Elizabeth. She died the 11th July, 1759. In the 2–year. of her age. This Monument was erected by her husband, Warren Hastings Esq. In due regard to Her Memory. গ্যাষ্ট্রেল "2"এর পর আর কোন অঙ্ক দেখিতে পান নাই । ১৮৬৬ খ্ৰীষ্টাব্দে বেঙ্গল গবৰ্ণমেণ্ট কর্তৃক সংস্কৃত হওয়ার পর সমাধি-স্তুম্ভেৱ। ** **n fifts states r-In Memory of Mrs. Mary Hastings and her daughter Elizabeth, who died 11th July. 1759 in the 2–year of her age. This monument was erected by her husband warren Hastings Esq. In due regard to, Her Memory. Restored by Government of Bengal 1863.