পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬২ মুর্শিদাবাদের ইতিহাস। গবর্ণমেণ্ট কর্তৃক ইহার একবার সংস্কার হয়। বর্তমান সমাধির ছাদ প্রস্তর নিৰ্ম্মিত দুইখানি চালের সমাবেশ। প্রবেশদ্বারের ংলগ্ন পথের অপর পাশ্বেই সমাধিটা অবস্থিত। ১৭৮৩ খৃঃ অন্ধে মেজর এডওয়ার্ড ক্লার্কের পত্নী এলিজা এই থানে সমাহিত হন । এলিজ এডমিরাল ওয়াটসনের সার্জন টীচুকীল্ডের এডওয়ার্ড আইভ সের কোন আত্মীয়া ছিলেন। ১৭৮৫ খৃষ্টাব্দে মৃত ডেভিড় ও মেরী আনষ্ট্রথারের শিশু পুত্র আলেকজাণ্ডার ডইলীর সমাধি দৃষ্ট হইয়া থাকে। ডেভিড আনষ্ট্রাথার মুর্শিদাবাদের নিকট একটা বিস্তৃত প্রান্তরে ফেলিসিটি হল বা সুখনিকেতন নামে একটা রম্য অট্টালিকা নিৰ্ম্মাণ করেন । * ১৭৮৮ খৃঃ অব্দে মৃত লেপ্টেনাণ্ট কর্ণেল জন ম্যাটকের পত্নী সার ম্যাটকের সমাধি এই খানেই অবস্থিত। সারা ২৭ বৎসর বয়সে প্রাণ ত্যাগ করেন। তিনি ইংলণ্ডের সুবিখ্যাত দেশহিতৈষী জন হামডেনের পৌত্রী বা দৌহিত্রী বলিয়া সমাধি-ফলকে উল্লিখিত হইয়াছেন, কিন্তু তাহ৷ সন্তবযোগ্য নহে। ১৭৯০ মেরী হেষ্টিংস কাপ্তেন ডিউগ্যাল্ড ক্যাম্বেলের বিধৰ পত্নী। ক্যাস্বেল ১৭৫৬ খৃষ্টাব্দে বজবজে গুলির আঘাতে নিহত হন, পরে মেরীর সহিত হেক্টংসের বিবাহ হয়। এলিজাবেথ ১৯ দিন নাত্র জীবিত ছিল ।

  • ১৮০০ খৃঃ অব্দে eșstfix\s Edward Orme &ą Views in Indiá alas its & Felicity Hall & so ofto

ইংলণ্ডের স্বপ্রসিদ্ধ দেশহিতৈষী জন হ্যামডেনের নাম ইতিহাসপাঠক মাত্রেই অবগত আছেন। তিনি সুবিখ্যাত ক্রমওলের পিতৃধৰ্ম্মপুত্ৰ । ইংলণ্ডাধিপ প্রথম চলসের রাজত্বকালে জাহাঙ্গীয় কর (ship-money), দাণ অস্বীকৃত হইয়। তিনি পরে রাজার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন, ও ১৬৪ : অন্ধে যুদ্ধে নিহত হন। স্বতরাং তাহার ১১৮ বৎসর পরে উহার পৌত্রী k Golfīlā (grand daughter) was gezi ziwqrtsis Hag 1 श्रृङब्रि সারা উtহার প্রপৌত্রী বা প্রদৌহিত্রী হইতে পারেন।