পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

პ ჯ)8 মুর্শিদাবাদের ইতিহাস । বানকের বাগান কাশীমবাজার ডাকঘরের পশ্চিমে অবস্থিত, ও রাজবাটীর সন্নিহিত। কাশীমবাজারে দুই চারিট প্রাচীন শিবমন্দির ভগ্নাবস্থায় ইতস্ততঃ অবস্থিতি করিতেছে। ভাগীরথীর প্রাচীন গর্ভের বা কাটিগঙ্গার তীরে দুই একটা প্রাচীন ঘাটের চিহ্নও দেখা যায়। তন্মধ্যে কাশীমবাজার ও তাহার পরপারস্থ সন্ন্যাসীডাঙ্গার পারঘাটের পূৰ্ব্বে পাথুরিয়া ঘাট নামে একটা প্রাচীন ঘাটের ভগ্নাৱশেষ দেখা যায়। পাথুরিয়া ঘাট প্রস্তরনিৰ্ম্মিত ছিল। তাহার উপরিস্থ ভূভাগে এক্ষণে অনেকগুলি শিবমন্দির ভগ্নাবস্থায় বিদ্যমান আছে । কোন কোন মন্দিরে যদিও শিবলিঙ্গের চিহ্ন মাত্রও নাই, কিন্তু কাশীমৰাজারের স্থানে স্থানে বৃক্ষতলেও শিবলিঙ্গ দৃষ্ট হইয়া থাকে। এই পাথুরিয়া ঘাটের পশ্চিমসংলগ্ন একটা ঘাট ছিল, এক্ষণে তাহার কোন চিহ্ন দেখা যায় না, তাহাকে লোকে সতীঘাট বলিত । এই ঘাটে কোন সতী স্বামীর অনুগমন করিয়াছিলেন বলিয়া শুনা যায়। উক্ত সতী হলওয়েলের বণিত সতী কি না তাহা বলা যায় না । * কাশীমবাজারের রাজবাটীর বর্তমান ঘাটের দক্ষিণ একট প্রাচীন ঘাটের ভগ্নাবশেষও দৃষ্ট হইয়া থাকে। বর্তমান সময়ে তাহাকে নিমতলার ঘাট কহে। পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে যে, ইংরাজ ও অন্যান্ত ইউরোপীয়গণের দ্যায় অনেক দেশীয় ব্যবসায়ীও কাশীমবাজারে আসিয়া ৰাস করিয়াছিলেন । তাছাদের মধ্যে জৈনগণই সৰ্ব্বপ্রধান । জৈনগণ কাশীমবাজারের ধে স্থানে বাস করিতেন তাহাকে মহাজনটুলী বলিত। জৈনগণেরও

  • रणetब्रप्नत्र वर्मिष्ठ ग़उँौनांcश्ब इखांछ दिउँौञ्च षce यमस ररेक् ।