পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

re মুর্শিদাবাদের ইতিহাস । সময়ে শিখগণ মোগলসাম্রাজ্য বারম্বার আক্রমণ করিয়া পরিশেষে আপনারাই পরাজিত হয়। তাহাঙ্গের অধিপতি বন্ধু ঘৃত ও নিহত হন। হোসেন খাঁ দাক্ষিণাত্যে মহারাষ্ট্ৰীয়গণের সহিত যুদ্ধ উপস্থিত করিয়াছিলেন, কিন্তু দিল্লীতে র্তাহাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয় জানিতে পারিয়া মহারাষ্ট্রীয়দিগের সহিত সন্ধি করিতে বাধ্য হল, এবং তাহাদিগকে চোখ ও দশমুখী মামক করগ্রহণের অম্বুমতি দ্বি দিল্লী আগমন করেন। এ দিকে সম্রাট সৈয়দদিয়ার বিরুদ্ধে কৰ্ত্তব্যত স্থির করার জন্য মুরাবাদ হইতে নিজামটুল যুদ্ধকে পাটনা হইতে সরলদ থাকে, অম্বর হইতে জয় সিংহকে, ও মাড়বার হইতে স্বীয় শ্বশুর অজিত সিংহকে আহবান করেন। কিন্তু তাহারা সম্রাটকে অপদার্থবোধ করিয়া উজীরের পক্ষাবলম্বী হন। কেবল জয়সিংন্থ তাছাকে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হইতে অকুরোধ করিয়াছিলেন, কিন্তু ফরখ সের অত্যন্ত ভীরু ও কাপুরুষ হওয়ার সাহস অবলম্বন করিতে পারেন নাই। যখন তিনি শুনিলেন যে, হোসেন আরঙ্গজেবের পৌত্র ও আকবরের একটা পুত্রকে লইয়াদিল্লীর নিকট উপস্থিত হইয়াছেল, তখন তিনি সৈয়দদিগের শরণাপন্ন হইয়া পড়েম, সেই সময়ে নগরমধ্যে বিষম গোলযোগ উপস্থিত হওয়ায় ফরখ, সের অস্তঃপুরমধ্যে আশ্রয় গ্রহণ করেন। কিন্তু পরিশেষে বলপূর্বক বহিরানীত হইয়া কারারুদ্ধ হন। সৈয়দেয়া ব্লফে উল-কাদেরের পুত্র রফেউল-দার্জংকে সিংহাসনে স্থাপিত করেন, ইনি ৰক্ষারোগাক্রান্ত इeब्रांत्र श्रछ निदमब्र भाषाई शृङ्गभूथ गठिठ श्मे । हडिमाश ফরখ, সেরেরও আয়ু: পূর্ণ হয় । রফে-উল-দার্জতের ভ্রাত রফেউম্মেল অতি অল্প দিন মাত্র রাজত্ব করিয়া প্রাণত্যাগ করিলে