পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। ミや" জাৰ্ম্মেণীয় গির্জা। তাহারা সৈয়দাবাদের যে স্থানে বাস করিতেন সাধারণ লোকে তাহাকে শ্বেতাখার বাজার বলিত। এসিয়ার অধিবাদিগণের মধ্যে আৰ্ম্মেণীয়গণ অপেক্ষাকৃত শ্বেতবর্ণ হওয়ায়, তাহার শ্বেতা ধী নামে অভিহিত হইতেন। খৃষ্টীয় অষ্টাদশ নতাব্দীতে মুর্শিদাবাদ প্রদেশে আৰ্ম্মেণীয়গণের বাণিজ্যকাৰ্য্য সুচারুরূপে নিৰ্ব্বাহিত হইত। তাহার চতুঃপাশ্বে ইউরোপীয় বণিকৃগণ প্রবল প্রতিদ্বন্দ্রিরূপে অবস্থিতি করিলেও তাহার। ভগ্নোৎসাহ হন নাই । ক্রমে মুর্শিদাবাদের গৌরবের সঙ্গে সঙ্গে তাহাদের বাণিজ্যের হ্রাস হইতে আরম্ভ হয়। পলাশীর যুদ্ধের সর বৎসর ১৭৫৮ খৃষ্টাব্দে আৰ্ম্মেণীয়গণ একটা বৃহৎ গির্জ নিৰ্ম্মাণ করেন। মিষ্টার পোগোজ নামে একজন ধনী আৰ্ম্মেণীয় এই গির্জানিৰ্ম্মাণের জন্ত অর্থ প্রদান করিয়াছিলেন। খোজা মাইনাসের তত্ত্বাবধানে গির্জা নিৰ্ম্মিত হইয়াছিল । * গির্জানিৰ্ম্মাণে ও তৎসংলগ্ন পুষ্করিণীখননে ও আনুষঙ্গিক অন্তান্ত কার্য্যে - লক্ষ ৩৬ হাজার টাকা ব্যয়িত হইয়াছিল। এই বৃহৎ গির্জা পূৰ্ব্বতন ক্ষুদ্র গির্জার পূর্বসংলগ্ন ভূমিতে নিৰ্ম্মিত হয় । সৈয়দাবাদে আৰ্ম্মেণীয় অধিবাসিগণের সংখ্যাবৃদ্ধিই এই হৈৎ গির্জানিৰ্ম্মাণের কারণ । ক্রমে ক্ষুদ্র গির্জাটা ভূমিসাং হইয়া যায়। ১৭৫৮ খৃষ্টাব্দের নিৰ্ম্মিত গিজ ও উৎসংলগ্ন পুষ্করিণী আজিও আৰ্ম্মেণীয়গণের কীৰ্ত্তি ঘোষণা করিতেছে । _ Gastrell লিখিয়াছেন, ১৭৪৮ সালের গির্জ। পিটার আরাটুন কর্তৃক নির্মিত হয়, কিন্তু তাহ যথার্থ নহে।