পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

×ጓ8 মুর্শিদাবাদের ইতিহাস । দিগকে দূরে স্থাপন করিতে সক্ষম হন। এই বিনা শুল্পে বাণিজ্য করার সুবিধার জন্ত ভারতবর্ষে বিশেষতঃ বাঙ্গলায় ইংরাজদিগের যত অধিক পরিমাণে কুণ্ঠী বা বাণিজ্যালয় স্থাপিত হইয়াছিল, অন্যান্ত ইউরোপীয়গণের সেরূপ ঘটিয়া উঠে নাই, এবং তাহারই জন্য অন্যান্য ইউরোপীয় জাতির অপেক্ষ ইংরাজদিগের অধিক সংখ্যক জাহাজ ইংলণ্ড ও ভারতে গতায়াত করিত। তন্নিমিত্ত ভারতের সহিত ইংলণ্ডের যেরূপ ঘনিষ্ঠ সম্বন্ধ হইয়া উঠে, ইউ. রোপের অন্যান্ত স্থানের সহিত তাহার সেরূপ সম্বন্ধ স্থাপিত হয় নাই। সেই কারণে ইংলণ্ডাধিপগণের দৃষ্টি ভারতবর্যের প্রতি পতিত হইয়াছিল। ভারতের ও বাঙ্গলার নানা স্থানে বাণিজ্যকেন্দ্র স্থাপিত হওয়ায়, ইংরাজের সেই সেই স্থানের জন্য সৈন্ত রক্ষা করিতেও প্রবৃত্ত হন, এবং মধ্যে মধ্যে ইংলণ্ডাধিপও ইংরাজবণিকৃগণের বাণিজ্য অক্ষুণ্ণ রাখার জন্ত সৈন্তসহ দুই এক জন সেনাপতিও প্রেরণ করিতেন। এতদ্ব্যতীত যে সমস্ত অনধিকারী ইংরাজ ইংলণ্ডাধিপের বিনা আদেশে ভারতে বা বাঙ্গলায় বাণিজ্যার্থে উপস্থিত হইত, কোম্পানী তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিতেন । এইরূপে ইংলণ্ডের সহিত ভারতের বাণিজ্য করার ভার আপনার হস্তে রাখিয়া ও বিনা শুল্কে ভারতে ও বাঙ্গলায় বাণিজ্যের আদেশ লাভ করিয়া ইংরাজ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী অন্যান্য ইউরোপীয় বণিকৃদিগকে বাণিজ্যবিষয়ে পরাভূত করিতে সক্ষম হন। বাণিজ্যবিষয়ে শক্তিলাভ করিয়া তাহারী ভরি তের ও বাঙ্গলার রাজনৈতিক ব্যাপারেও সংস্থষ্ট হইয়া পড়েন । ধীরে ধীরে এতদেশের সর্বপ্রকার অবস্থার জ্ঞান লাভ করিয়া সত্তদশ শতাব্দীর শেষ ভাগ হইতে ইংরাজের ভারতের রাজনৈতিক