পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ १४ মুর্শিদাবাদের ইতিহাস । অকৃতকাৰ্য্য হইয়া কিরূপে ক্রমে ক্রমে কলিকাতার প্রতিষ্ঠা হইয়াছিল, এক্ষণে আমরা তাঁহাই দেখাইতে চেষ্টা করিতেছি। যদিও ইংরাজ কোম্পানী বাঙ্গলায় বিনা শুল্কে বাণিজ্য করার .ns.. আদেশ বহুদিন হইতে লাভ করিতে সমর্থ বাজলার প্রথম হইয়াছিলেন, তথাপি প্রায় প্রত্যেক স্ববে: S দারের নিকট হইতে র্তাহাদিগকে নূতন অনু * মতি গ্রহণ করিতে হইত, এবং তজ্জন্য অত্যন্ত কষ্ট স্বীকার ও বহু অর্থ ব্যয় না করিলে তাহারা কৃতকাৰ্য্য হইতে পারিতেন না । সায়েস্তা খার প্রথম বারের সুবেদারী সময়ে ১৬৭২ খৃষ্টাব্দে ইংরাজেরা তাহার নিকট হইতে সামুজার নিশান বা সনন্দ স্থির রাখার আদেশ লাভ করেন, কিন্তু তাহার পরবর্তী সুবেদার ফেদাই খ ও বাদসাহের দেওয়ান হাজী সুফী খাঁ তাহ অগ্রাহ করায়, ইংরাজ কোম্পানীকে অত্যস্ত গোলযোগে পড়িতে হয়। কিন্তু ফেদাই খাঁর মৃত্যুর পর বাদসাহের তৃতীয় পুত্র যুবরাজ আজিম বাঙ্গলার শাসনভার গ্রহণ করিলে ১৬৭৮ খৃষ্টাব্দে ইংরাজ প্রতিনিধি মিষ্টার ভিন্সেণ্ট তাহার নিকট হইতে বিনা গুন্ধে বাণিজ্য করার নিশান লাভ করেন । এইরূপ প্রত্যেক সুবেদারের নিকট হইতে নূতন আদেশ লাভ করায় নানাপ্রকার অঙ্ক বিধা দেখিয় কোম্পানী সম্রাট আরঙ্গজেবের দরবার হইতে বাঙ্গলায় বাণিজ্যের জন্ত এক বাদসাহী নিশান পাওয়ার ইচ্ছার নবাব সায়েস্তা খার সহিত একজন প্রতিনিধিকে ১৬৭৭ খৃষ্টাবে সম্রাটের নিকট পাঠাইয়া দেন। ১৬৮০ খৃষ্টাৰে ইংরাজের বাদসাহী নিশান লাভ করিতে সমর্থ হন, এবং হুগলীতে সেই নিশান উপস্থিত হইলে তাহার তোপধ্বনিতে আপনাদের