२१w মুর্শিদাবাদের ইতিহাস । বাঙ্গলায় প্রেরিত হয়, এবং ইহাই বাঙ্গলায় ইংরাজ কোম্পানী সৈনিক বিভাগস্থাপনের স্বচন । * কিন্তু সেই সময়ে কোম্প, নীর বাণিজ্যবিষয়ে নানাপ্রকার গোলযোগ ঘটিয়াছিল। প্রথমতঃ বাদসাহের নিশানের অন্ত প্রকার অর্থ করিয়া সুবেদার ও শুষ্কবিভাগের কৰ্ম্মচারী বালচন্দ্র ও র্তাহার অধীনস্থ হুগলীর তহশিলদার পরমেশ্বর দাস ইংরাজদিগের নিকট শুল্কের দাবী করিয়া তাহাদের সহিত গোলযোগ উপস্থিত করেন । এতদ্ভিয় সেই সমরে কতকগুলি অনধিকারী ইংরাজ বঙ্গদেশে উপস্থিত হইয়া কোম্পানীর বাণিজ্যের ক্ষতি করিয়া তুলে । হেজেসকে এই সমস্ত গোলযোগনিবৃত্তির জন্ত ঢাকায় নবাব সায়েস্তা খার দরবারে উপস্থিত হইতে হর। তিনি অনধিকারী ইংরজেদিগকে দেশ হইতে বহিস্কৃত করা, মোগল কৰ্ম্মচারীদিগের অত্যাচার নিবারণ ও ইংরাজদিগের প্রতি শুল্ক বা কর আদায়ের নিমিত্ত উৎপীড়ন না করার জন্ত সুবেদারের নিকট আবেদন করেন। অন্ততঃ বাদসাহের নিকট র্তাহীদের পুনরাবেদনের নিমিত্ত সাত মাস সময়ের জন্ত তিনি ইংরাজদিগের প্রার্থনা গ্রাহ করিতে নবাবকে অনুরোধ করিয়াছিলেন। + সায়েস্তা খা মৌখিক যেরূপ ভাব প্রকাশ করিয়াছিলেন, তাহাতে হেজেসের এইরূপ অনুমান হয় যে, নবাব ইংরাজদের আবেদন গ্রাহ করিবেন, কিন্তু কাৰ্য্যতঃ তাহ ঘটয় উঠে নাই। হেজেস বাঙ্গলার গবর্ণ নিযুক্ত হইয়া একটা মুরক্ষিত স্থানের অধিকারের জন্ত ইচ্ছুক হন। তাহার ও অন্তান্ত ইংরাজ কৰ্ম্মচারীদের মতে সাগর দ্বীপে
- Stewart. t Wilson's Annals Vol, I.