পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

、br8 মুর্শিদাবাদের ইতিহাস। যৎপরোনাস্তি ক্ষতি হয় । ইংরাজ পক্ষ অপেক্ষ মোগল পক্ষে হতাহতের সংখ্যা কিছু অধিক । কিন্তু মোগলদিগের যেমন চাৰি পাঁচ শত গৃহ ভস্মসাৎ হইয়া যায়, সেইরূপ ইংরাজদিগের কুঞ্জ অগ্নিদগ্ধ হইয় তাহাদের ৩ লক্ষ পাউণ্ড বা ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়। * ফৌজদার আবদুল গণি আপনাকে নিতান্ত বিপন্ন মনে করিয়া অবশেষে ওলন্দাজদিগের মধ্যস্থতায় ইংরাজদিগের সহিত সন্ধি করিতে বাধ্য হন। সেই সন্ধির বলে ইংরাজের নবাবের সাহায্যে সোরা ও অগ্নিকাণ্ড হইতে রক্ষিত অন্যান্য দ্রব্য জাহাজে তুলিবার আদেশ লাভ করেন, এবং নবাবের নিকট হইতে নূতন সননা পাওয়া পৰ্য্যস্ত পূৰ্ব্বের ন্যায় বাণিজ্যের অধিকার প্রাপ্ত হন । হুগলীর বিবাদে জয় লাভ করিয়াও ইংরাজের বাঙ্গলায় ইংরাজগণের বাঙ্গল বাণিজ্যের অধিকার লাভ করিতে পারেন পরিত্যাগ । নাই। হুগলীর দুঃসংবাদ নবাব সায়েস্তা খার কর্ণগোচর হইলে, তিনি পাটনা, মালদহ, ঢাকা ও কাশীমবাজারের ইংরাজ কুঠী অধিকারের আদেশ প্রদান করিয়া, বহুসংখ্যক অশ্ব৷ রোহী ও পদাতিক সৈন্য হুগলী বন্দরে প্রেরণ করিলেন। গবর্ণর চার্ণকও নবাবের অভিপ্রায় বুঝিতে পারিয়া আপনার সমস্ত দ্রব্য ও লোকজনসহ হুগলী পরিত্যাগ করিয়া তাহার কিছু দূরে নদীর পর পারে মুতানটি নামক গ্রামে আসিয়া উপস্থিত হন। এই সুতানটি ও তাহার সংলগ্ন কলিকাতা ক্রমে ইংরাজদিগের প্রধান স্থান হইয়া অবশেষে ভারতের রাজধানী হইয়া

  • Stewart, P, 198.