পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। 、bra ২ ইংরাজদিগকে পূৰ্ব্বেই বাঙ্গলায় আসিবার জন্ত আহবান করিয়া পাঠান, এবং বাদসাহের নিকট হইতে সনন্দ আনাইয়া দিতেও প্রতিশ্রুত হন। তদনুসারে ১৬৯০ খৃঃ অব্দের ২৪ এ আগঃ চাণক ও র্তাহার অন্তান্ত কৰ্ম্মচারী ৩০ জন ইংরাজ সৈন্ত সহ পুনৰ্ব্বার স্থতানটি বা কলিকাতায় আগমন করেন, এবং সেই সময় হইতেই কলিকাতার প্রতিষ্ঠার স্বচনা হয়। পর বৎসর ১৬৯১ খৃঃ অব্দে নবাব ইব্রাহিম খা বাদসাহের নিকট হইতে ইংরাজদিগকে সনন্দ আনাইয়া দেন । তদনুসারে ইংরাজের বার্ষিক ৩ হাজার টাকা মাত্র পেস্কশ, প্রদান করিয়া বাঙ্গলায় বাণিজ্য করার আদেশ লাভ করেন । ইংরাজের কলিকাতায় বাসস্থান স্থাপনের পূৰ্ব্বে তাহা একটা সামান্ত গ্রাম মাত্র ছিল।*

  • কলিকাতার নামোৎপত্তি লইয়া নানারূপ মতভেদ দৃষ্ট হয়। একটা প্রবাদ এই যে, কোন ঘাসিয়াড়াকে জনৈক সাহেব ঐ স্থানের নাম জিজ্ঞাসা করায়, সে নিজের ঘাস কবে কাটা হইয়াছে, তাহাই সাহেব জিজ্ঞাসা করিতেছেন মনে করিয়া, “কাল কাটা, অর্থাৎ কল্য কাটিয়াছি, বলে। তাহ হইতে সাহেব উক্ত স্থানের নাম ‘কালকাটা’ বলিয়া প্রচার করেন। ঘাস কাটার স্থলে একটী গাছ কাটীরও কথা শুনা যায়। কেহ কেহ বলেন যে, পূৰ্ব্বে এখানে কোল জাতির বাস থাকায়, এবং তাহদের কুটীরশ্রেণীকে খাত বলীয় প্রথমে ইহার নাম ‘কোলখাত, পরে কলিকাতা হয় । কৈবৰ্ত্ত জাতির এক শ্রেণীর নাম কোলে, তাহ হইতেও কোলেকাতা হইয়াছে বলিয়া কাহারও কাহারও মত। সংস্কৃত, প্রাকৃত, পালি, দ্রাবিড় প্রভৃতি ভাষায় কোল শব্দে শূকর বুঝায়। পূৰ্ব্বে এখানকার বনজঙ্গলে শুকর থাকিত বলিয়৷ ইহার গাম ‘কোলকাতা হইয়াছে বলিয়। কেহ কেহ অনুমান করিয়া থাকেন । ইহার নিকটস্থ বরাহনগরে ঐ সমস্ত শূকরের ব্যবসায় হইত বলিয়া উহাদের মত লং সাহেব মার্হাট্টা খাদ বা খাল কাটা হইতে ক্যালকাটা হইয়াছে বলির অনুমান করেন । সৰ্ব্বাপেক্ষা প্রসিদ্ধ প্রচলিত মত এই যে, কলিকাতার অধিষ্ঠাত্রীদেবী এক্ষণে আদিগঙ্গা বা সাহেবদিগের মতে টালীর নালার তীরন্থ