পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায় । ఇbrసి সময় বাণিজ্যবিষয়ে একটা প্রধান স্থান ছিল । * ইহার পর ষোড়শ শতাব্দীতে আইন আকবরী প্রভৃতি গ্রন্থে কলিকাতা নামে একট পরগণা দৃষ্ট হয়। ষোড়শ শতাব্দীর শেষে বা সপ্তদশ শতাব্দীর প্রথমে রচিত কবিকঙ্কণ চণ্ডীতেও কলিকাতা ও কালী ঘাটের নাম দেখা যায় ৷ + এতদ্ভিন্ন দিগ্বিজয় প্রকাশ ও ভবিষ্য পুরাণ প্রভৃতি গ্রন্থে গোবিন্দপুরের উল্লেখ আছে । গোবিন্দপুর কলিকাতার দক্ষিণ ও স্বতনটি তাহার উত্তরসংলগ্ন। চাণক ইহাদের সুন্দর অবস্থান দেখিয় তাহাদিগকে সুরক্ষিত করিয়া বাঙ্গলার মধ্যে ইংরাজ কোম্পানীর প্রধান স্থান করিতে কৃতসংকল্প হইয়াছিলেন। র্তাহার বহুকালব্যাপিনী চেষ্টা এতদিনে ফলবতী হইল। সুতানটিতে অবস্থান করিয়া ক্রমে তাহারা কলিকাতা ও গোবিন্দপুর পর্য্যন্ত অধিকারের চেষ্টা ও একটী দুর্গ নিৰ্ম্মাণেয় ইচ্ছা করেন। কালে তাহারা সে বিষয়েও কৃতকাৰ্য্য হইয়াছিলেন। আময়া যথাস্থানে তাহার উল্লেখ করিব। সুতনটি বা কলিকাতায় ইংরাজের বাস করিলে, দেশীয় শেঠ, বসাক, এবং বিদেশীয় আৰ্ম্মেণীয় প্রভৃতি বণিকৃগণ তথায় আগমন করেন ও ক্রমে তাহার প্রাধান্ত বাড়াইয়া তুলেন। এইরূপে দিন দিন কলিকাতার শ্ৰীবৃদ্ধি হইতে আরম্ভ হয় । ১৬৯৩ খৃঃ অঝে জব চাণকের মৃত্যু হইলে, মিষ্টার এলিস্ তাহার পদে কলিকাতার

  • বেতড় এক্ষণে গঙ্গাতীর হইতে অনেক দূরে অবস্থিত বলিয়। কেহ কেহ বেতড়ের কথা বিশ্বাস করিতে চাহেন না। কিন্তু চারি শত বৎসরের পূর্বের গঙ্গার প্রবাহ কোন স্থান দিয়া প্রবাহিত হইত তাহ কে বলিতে পারে ?
  • কোন কোন চওঁীর পুথিতে কলিকাতা ও কালীঘাটের উল্লেখ না থাকায় অনেকে কবিকঙ্কনের লিখিত কলিকাতা ও কালীঘাটের কথায় পশিহৰি হইয়া থাকেন ।