পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯২ মুর্শিদাবাদের ইতিহাস । জগৎরাম রায় কৃষ্ণনগর হইতে ঢাকায় উপস্থিত হইয়া নবাব ইব্রাহিম খাকে বিদ্রোহিগণের অত্যাচারের কথা নিবেদন विष्झोङ् झश्वप्न করিলেন । কিন্তু ইব্রাহিম খাঁ তাহার মুর উল্লা খ’ । কথায় প্রথমে কর্ণপাত করেন নাই। পরে যখন বিদ্রোহিগণের অত্যাচার উত্তরোত্তর বর্তি হইতে আরব্ধ হয়, তখন তিনি তাহীদের দমনের জন্য যশোহরের ফৌজদার + মুর উল্লা খার প্রতি আদেশ প্রদান করেন। মুর উল্লা খা অনেক দিন ব্যাপিয়া যশোহরে ফৌজদারী করিয়াছিলেন । তাহার দেওয়ান রামভদ্র

  • তারিখ বাঙ্গল ও রিয়াজুস সালাতীনে লিখিত আছে যে, মুর উল্লার্থ যশোহর, হুগলী, বৰ্দ্ধমান, মেদিনীপুর, ও হিজলীর ফৌজদার ছিলেন। কিন্তু ইয়ার্ট সাহেব তাহাকে কেবল যশোহরের ফৌজদার বলিয়াই উল্লেখ করিয়াছেন, এবং প্রকৃত প্রস্তাবে তিনি যশোহরেরই ফৌজদার ছিলেন।

+ মুর উল্লা খ কপোতাক্ষ নদের তীরবত্তী মির্জানগরে অবস্থিতি করিতেন । তথায় অদ্যাপি তাহার বাসভবনের চিহ্ন বিদ্যমান আছে, লোকে তাহাকে নবাববাটী কহিয়া থাকে। মুর উল্লা খার নাম হইতে নুরনগর পরগণার স্বষ্টি হয় বলিয়। কথিত হয়। উক্ত নুরনগরে অদ্যপি মহারাজ প্রতাপাদিত্যের পিতৃব্য রাজা বসন্ত রায়ের বংশধরগণ বাস করিতেছেন, প্রতাপাদিত্যের রাজধানী যশোহর হইতে বশোহর ফৌজদারীর স্বষ্টি হয়। কিন্তু ফৌজদারগণের সকলে উক্ত যশোহরে বাস করিতেন মা ! তাহার ফৌজদারীর জন্ত আপনাদিগের সুবিধামত স্থান পছন্দ করিয়া লইতেন। কিন্তু ফৌজদারীর নাম যশোহর হওয়ায় তাহাদিগের বাসস্থানও সাধারণতঃ যশোহর বলিয়া অভিহিত হইত, এইরূপে বর্তমান যশোহরেরও উৎপত্তি হইয়াছে । ওয়েষ্টল্যাণ্ড সাহেবের মতে বর্তমান যশোহর কোন সময়ে যশোহর ফৌজদারীর প্রধান স্থান হওয়ায় এইরূপ আখ্যা এওঁ হয় । মুর উল্লা খার সময় মির্জানগর যশোহর ফৌজাদারীর প্রধান স্থান ছিল। ১৭৮০ থঃ অব্দে মেজর রেলেন তাহার মানচিত্রে মির্জী